সোমালিয়া ওয়েব নিউজ: মনের সুখে গাঁজা পাতা চিবিয়ে পেট ভরিয়েছিল ভেড়ার পাল। তারপর যা হল তা দেখে অনেকেই হাঁ হয়ে গেলেন। এটাও সম্ভব বিশ্বাস করাও মুশকিল।
খাবারে টান পড়েছিল কি? সেটা খুব পরিস্কার নয়। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে সবুজ কমেছিল আশপাশে। তারমধ্যেই একটি জায়গায় চলছিল গাঁজার চাষ। সেই গ্রিনহাউসের চারধার গাঁজা পাতায় ভরা। সেই সবুজ গাঁজা পাতা দেখে সেখানে হাজির হয় একদল ভেড়া।ভেড়ার পাল এত পাতা দেখে আর নিজেদের ধরে রাখতে পারেনি। মনের সুখে পেট ভরে গাঁজা পাতা সাবাড় করে দেয়। ওই খামারের মালিকের দাবি, ১০০ কেজির ওপর গাঁজা পাতা খেয়ে শেষ করে দিয়েছে ভেড়ারা।
গাঁজা পাতা খাওয়া বলে কথা। তার তো একটা প্রভাব পড়বেই। তায় আবার ভেড়ারা প্রত্যেকেই পেট ভরে গাঁজা পাতা খেয়েছিল। যার প্রভাব শুরু হয় খুব দ্রুত।ওই খামারের মালিকের দাবি, গাঁজা পাতা খেয়ে পেট ভরানোর পর ভেড়ারা সব লাফ দিতে শুরু করে। লম্বা লাফ দিতে থাকে। একটা ছাগল যতটা লাফায়, ভেড়াগুলো গাঁজা পাতা খাওয়ার পর তার চেয়েও লম্বা লাফ দিতে শুরু করে।আর সেই লাফালাফি থামতেই চায়না। ছাগল অনেক লম্বা লাফ দিতে পারে, যা ভেড়ারা পারেনা। কিন্তু গাঁজা পাতার প্রভাবে ভেড়ারা সেদিন ছাগলদের চেয়েও লম্বা লাফ লাফিয়ে নেয়।
ঘটনাটি ঘটেছে গ্রিসে। প্রসঙ্গত গ্রিসে চিকিৎসাক্ষেত্রের প্রয়োজনে গাঁজা চাষ মান্যতা পেয়েছে ২০১৭ সালে। সেখানে আইনত ভাবেই গাঁজা চাষ করা যায়, যদি তা চিকিৎসার প্রয়োজনে হয়। তেমনই একটি গাঁজা চাষের খামারে প্রবেশ করে সব পাতা চিবিয়ে এই লম্ফঝম্ফের কাণ্ড ঘটায় ভেড়ার পাল।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন