October 5, 2025

ফিল্মি কায়দায় প্রায় তিন লক্ষ টাকা ছিনতাই

সোমালিয়া সংবাদ, গোঘাট: ঠিক যেন সিনেমার মতো। চলন্ত বাইক থামিয়ে নিমেষের মধ্যে অজ্ঞান করে প্রায় ৩ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে পালালো দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গোঘাট-২ নম্বর ব্লকের মান্দারণ অঞ্চলের সত্যপীরতলা এলাকায়। জানা গেছে, আক্রান্ত ওই ব্যবসায়ীর নাম রহিম মল্লিক। বাড়ি স্থানীয় গড় মান্দারণ এলাকায়। তিনি বিভিন্ন হিমঘরে আলু ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। এদিন সন্ধেতেও আলুর টাকার তাগাদার জন্য গোঘাটের হাজিপুর থেকে পশ্চিমপাড়া হয়ে বাড়ি ফিরছিলেন। তখনই দুষ্কৃতীরা পশ্চিমপাড়া প্রধান সড়ক সংলগ্ন এলাকায় তাঁর বাইক আটকায়। এরপর মুখে কিছু একটা চেপে ধরে। ফলে সঙ্গে সঙ্গেই রহিম জ্ঞান হারান। যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখেন, তাঁর কাছে থাকা ২ লক্ষ ৮২ হাজার টাকা দুষ্কৃতীরা নিয়ে চম্পট দিয়েছে। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে  কামারপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। বুধবার তাঁকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। এই ঘটনায় রহিম গোঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ দুষ্কৃতীদের ধরতে জোরদার তদন্ত শুরু করেছে।

Loading