October 6, 2025

চলতি বছরের কোজাগরী পূর্ণিমায় হয়ে গেল বছরের শেষ চন্দ্রগ্রহণ

সোমালিয়া ওয়েব নিউজ: চলতি বছরের কোজাগরী পূর্ণিমায় বছরের শেষ চন্দ্রগ্রহণ হয়ে গেল। গোটা দেশ সাক্ষী থাকল এক মহাজাগতিক ঘটনার। এটি হলো এই বছরের দ্বিতীয় এবং সর্বশেষ চন্দ্রগ্রহণ। মা লক্ষ্মীর আগমনীর দিনেই ঘটল বছরের শেষ চন্দ্রগ্রহণ। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই চন্দ্রগ্রহণ কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এর মাহাত্ম্য অনেক।বছরের শেষ চন্দ্রগ্রহণ কিন্তু আংশিক হল। ভারতে এই চন্দ্রগ্রহণ হল ২৮ শে অক্টোবর রাত্রিবেলা। মেষ রাশি ও অশ্বিনী নক্ষত্রে হল এই গ্রহণ। রাত সাড়ে ১১টা থেকে আংশিক ভাবে ঢাকা পড়তে শুরু করে পূর্ণিমার চাঁদ। ২৯ অক্টোবর সকাল ১টা ৫ মিনিট থেকে ২টো ২৪ মিনিটে এবং বাংলা মতে ২৮ অক্টোবর রাত পর্যন্ত চলে গ্রহণ। টানা ১ ঘণ্টা ১৯ মিনিট ধরে। চন্দ্রগ্রহণ হয় রাত একটা পাঁচ মিনিট থেকে।এটি ২০২৩ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ যা ভারতে দৃশ্যমান হয়। ভারতের বিভিন্ন এলাকাতে মাঝ রাতেই দেখা যায় এই চন্দ্রগ্রহণ। ভারত ছাড়াও যেসব দেশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা গেছে সেগুলি হল, ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা, অ্যাটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর ও অ্যান্টার্কটিকায়। চন্দ্রগ্রহণ কেন হয় সেই সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়া হল, পৃথিবী যখন চাঁদ এবং সূর্যের মাঝখানে থাকে, তখন পৃথিবীর ছায়া চাঁদের পৃষ্ঠে পড়ে, যার ফলে ঝাপসা হয়ে যায় চাঁদের পৃষ্ঠটি। কখনও আবার কয়েক ঘন্টার জন্য চাঁদের পৃষ্ঠ সম্পূর্ণ লাল হয়ে যায়। পৃথিবীর অর্ধেক জুড়ে দেখা যায় প্রতিটি চন্দ্রগ্রহণ।
ভারতে পরবর্তী চন্দ্রগ্রহণ দেখা যাবে ৭ই সেপ্টেম্বর ২০২৫ সালে। ভারতে শেষ সম্পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল ২০২২ সালের ৮ ই নভেম্বর।

Loading