সোমালিয়া ওয়েব নিউজ: স্বভাব চরিত্র থেকে শুরু করে আচার-আচরণ সব দিক দিয়েই সবসময় নজর কেড়ে থাকেন অরিজিৎ সিং। সাধারণ অভিভাবকদের মতো স্কুলের সামনে ছেলের জন্য অপেক্ষা করতেও দেখা গিয়েছে। এরকম হাজার কর্মকাণ্ডের মধ্যে এবার পুজোয় অরিজিৎকে দেখা গেল স্কুটি চড়ে বউকে নিয়ে ঠাকুর দেখতে।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই রকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওটি রীতিমতো ঝড় তুলে দিয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওটি যেন পুজো শেষ হলেও পুজোর রেশ এখনো ধরে রেখে দিয়েছে। পুজোর সেই রেশ থেকে গিয়েছে মূলত অরিজিৎ এর কারণেই। এখন ওই ভিডিও পুজোর পর রীতিমত চর্চায়। কি রয়েছে ওই ভিডিওতে?ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কোটিপতি আর জনপ্রিয় একজন প্লেব্যাক সিঙ্গার পরনে হলুদ রঙের পাঞ্জাবী পরে স্কুটি চালিয়ে এক পূজা মন্ডপ থেকে অন্য পূজা মন্ডপে ঢুঁ মারছেন। আর তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী কোয়েল। পুজোর সময় এইভাবে তারা দুজনে ঠাকুর দেখে বেড়ান মুর্শিদাবাদের নিজের এলাকায়। স্বাভাবিকভাবেই এমন একজন তারকাকে এইভাবে পুজোর ঠাকুর দেখা রীতিমত অবাক করেছে নেট দুনিয়ার বাসিন্দাদের।অরিজিৎ এর মত যেকোনো সেলিব্রেটিদের দেখা যায় নামিদামি গাড়ি চড়ে বিভিন্ন জায়গা যাতায়াত করতে। উৎসবে অনুষ্ঠানেও তারা যাতায়াত করার সময়ও নামিদামি গাড়ি ব্যবহার করে থাকেন। স্ট্যাটাস মেইনটেইন করার জন্যও পোশাক আশাকের ক্ষেত্রেও থাকে রাজকীয় হাবভাব। কিন্তু অরিজিৎ এসবের ধার ধারেন না, তিনি মাটির মানুষের মতোই জীবনযাপন করতে পছন্দ করেন। ফের একবার অরিজিৎ দুর্গাপূজোর সময় এমনটাই প্রমাণ করলেন।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল