সোমালিয়া ওয়েব নিউজ: বুম্বাদার বাড়িতে উৎসবের মেজাজে হয়ে গেল বিজয়া পার্টি। মেনুতে ছিল ফুলকো লুচি-পোলাও-বাটার চিকেন থেকে শুরু করে জিভে জল আনা রাবড়ি। পার্টিতে আসা নায়িকারা রাবড়ি খেলেন ডায়েট ভেঙে। এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে দেখা গেল ফিশ ফ্রাই। বিজয়ার এই গেট টুগেদার পার্টিতে ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্তও।
ফুলকো লুচি, পোলাও, বাটার চিকেন, কষা মাংস। আর জিভে জল আনা রাবড়ি! নায়িকারা ডায়েট ভেঙে রাবড়ি খেলেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে ফিশ ফ্রাই দেখা গেল। বুম্বাদার বাড়ি ‘উৎসব’-এ যেন উৎসবের মেজাজ। রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল প্রসনেজিতের সঙ্গে। তিনি এই বিজয়ার গেট টুগেদার থেকে বেরিয়ে যাওয়ার মুখে পৌঁছে গেলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আবার সেই পার্টিতেই ছিলেন ঐন্দ্রিলা সেন।
প্রসেনজিৎ হেসে বললেন, ‘ঐন্দ্রিলাও কিন্তু এখন আমার নায়িকা। ওঁকে যে কত ছোট দেখেছি’। অঙ্কুশ সেই কথা শুনে মজা করে বললেন, ‘ছবিটার শ্যুটিংয়ের সময়ে বুম্বাদা আর ঐন্দ্রিলার বড়-বড় দৃশ্য থাকতো। আমাকে বিশেষ পাত্তা দিত না ওঁরা দু’জনে’। দুর্গাপুজোয় বাংলা ছবিগুলোর মধ্যে দারুণ লড়াই থাকে, এমন চর্চা হয়। কোথায় কী!বুম্বাদার আমন্ত্রণে এদিন উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক আর মিমি চক্রবর্তী দু’জনেই। মিমির ‘গানের ওপারে’-র সঙ্গেও যে যোগ রয়েছে বুম্বাদার।তবে এই সন্ধেবেলা আকর্ষণের কেন্দ্রবিন্দু সেই প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি। পার্টিতে উপস্থিত ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর নতুন ছবির শ্যুটিং শুরু হচ্ছে ছয় নভেম্বর থেকে। সেই ছবিতে প্রসেনজিতের সঙ্গে আবারও জুটি বাঁধছেন ঋতুপর্ণা।শ্যুটিং শুরুর আগেই পার্টিতে নায়ক-নায়িকার রসায়ন ছিল চোখে পড়ার মতো। রাজ চক্রবর্তী এসেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে। যিশু সেনগুপ্ত অধিকাংশ সময়ে শহরের বাইরে থাকলেও এদিন বুম্বাদার আমন্ত্রণে তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। যিশু-বুম্বাদা-অনির্বাণ আড্ডা জমালেন।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল