সোমালিয়া ওয়েব নিউজ: ধুতি-পাঞ্জাবি আর শাড়ি ছাড়া নো এন্ট্রি? পোশাকবিধি চালুর পথে কাশী বিশ্বনাথ মন্দির। মহিলারা শাড়ি আর পুরুষরা ধুতি-পাঞ্জাবি না পড়লে মন্দিরে এন্ট্রি মিলবে না? কাশী বিশ্বনাথ মন্দিরও এবার ড্রেস কোড চালু করতে পারে ভক্তদের জন্য। নভেম্বরেই এই নিয়ে আলোচনায় বসবে কর্তৃপক্ষ। সে ক্ষেত্রে তিরুপতি, মীনাক্ষী, উজ্জয়িনীর মতো মন্দিরে কী ধরণের পোশাকবিধি চালু রয়েছে, তাও পর্যালোচনা করা দেখবে কাশী বিশ্বনাথ মন্দির কমিটি।কাশী বিশ্বনাখ মন্দির ট্রাস্টের চেয়ারম্যান নগেন্দ্র পাণ্ডে জানান, শীঘ্রই একটি বৈঠক বসতে চলেছে কমিটির সদস্যরা। সেখানেই ভক্তদের জন্য ড্রেস কোড নির্দিষ্ট করা হবে কি না, তা নিয়ে বিবেচনা করা হবে।নগেন্দ্র পাণ্ডে দর্শনার্থীদের নির্দিষ্ট শালীন পোশাকের প্রয়োজনীতার কথা তুলে ধরেন। একইসঙ্গে আলোচনা করেন প্রত্যেক ধর্মীয় ব্যক্তির ভাবাবেগের বিষয়টিও। কারও বিশ্বাসে কিংবা ভাবাবেগে আঘাত না করে বাস্তবচিত পোশা পরে মন্দিরে পুজো দিতে আসাটাই শ্রেয় বলে মনে করছেন কাশী বিশ্বনাথ মন্দিরের ট্রাস্টের চেয়ারম্যান।
নগেন্দ্র পাণ্ডে আরও জানান, কাশী বিশ্বনাথ মন্দির কর্তৃপক্ষ দর্শানার্থীরা কী ধরণের পোশাক পরে আসছেন, সেটি ভালো করে পর্যবেক্ষণ করে দেখছে। ব্যাখ্যা দিতে গিয়ে ট্রাস্টের চেয়ারম্যান বলেন, ‘কিছু স্থানীয় ভক্ত, এলাকার বাসিন্দা এবং সংবাদমাধ্যমের একাংশও চাইছে কাশী বিশ্বনাথ মন্দিরে একটি নির্দিষ্ট ড্রেস কোড চাইছেন। নভেম্বরে এই মর্মে মন্দির কমিটির বৈঠকে আলোচনা হবে।’
মন্দিরের গর্ভগৃহে প্রবেশের সময় পুরুষদের ক্ষেত্রে ধুতি-পাঞ্জাবি এবং মহিলাদের ক্ষেত্রে শাড়ি বাধ্যতামূলক করা হবে কাশী বিশ্বনাথ মন্দিরে? জল্পনা উঠে আসছে এমনই তথ্য।নগেন্দ্র পাণ্ডে বলেন, ‘সম্প্রতি একাধিক ভক্তের তরফে দর্শনার্থীদের পোশাক নিয়ে নানা সময় আপত্তি এসেছে। সকলেই চাইছেন অন্য জনপ্রিয় মন্দিরগুলির মতো এই মন্দিরেও পোশাকবিধি চালু করা হোক। তবে বাস্তব দিক বিচার করে তবেই আমরা সিদ্ধান্ত নেব।’
More Stories
বিজ্ঞানচেতনার প্রজ্বলিত প্রদীপ — ড. মেঘনাদ সাহা
অটলজির মতোই কি এবার চাপের মুখে মোদী সরকার?
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা