October 6, 2025

বারবার চাপ সৃষ্টি করে টাকার দাবি, বন্ধ হয়ে যেতে পারে আরামবাগ হোটেল এন্ড রিসর্ট

সোমালিয়া সংবাদ, আরামবাগ: আরামবাগ হোটেল এন্ড রিসর্ট বন্ধ হয়ে যেতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। এই খবরে শুধুমাত্র আরামবাগ বা হুগলি জেলায় নয়, সারা রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে রিসর্ট বন্ধ হওয়ার আশঙ্কার কারণ নিয়ে খোঁজখবর শুরু হয়েছে। জানা গেছে, স্থানীয় এক ব্যক্তি বারবার চাপ সৃষ্টি করায় চরম সমস্যার মধ্যে পড়েছেন রিসর্ট কর্তৃপক্ষ। সেই চাপের কাছে নতিস্বীকার করে রিসর্ট চালানো সম্ভব নয়। তাই তিনি রিসর্ট বন্ধ করবেন কিনা ভাবনাচিন্তা শুরু করেছেন। এমনকি বিষয়টি নিয়ে তিনি প্রশাসনিক মহলেও জানিয়েছেন। উল্লেখ্য, আরামবাগের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী সৈয়দ জিয়াজুর রহমান বছরখানেক আগে আরামবাগের জয়রামপুর এলাকায় অত্যাধুনিক সুবিধাযুক্ত এই রিসর্টটি তৈরি করেন। সঙ্গে সঙ্গে এর খ‍্যাতি সারা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসেন। কারণ এখানে সুপরিষেবার পাশাপাশি দৃষ্টিনন্দন প্রাকৃতিক শোভা, ওয়াটার পার্ক অন্যতম আকর্ষণ। কিন্তু বেশ কিছুদিন ধরেই এলাকার এক ব্যক্তি রিসর্ট কর্তৃপক্ষের উপর নানাভাবে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে রিসর্টের কর্ণধার সৈয়দ জিয়াজুর রহমান বলেন, ওই ব্যক্তির নাম বাবলু পন্ডিত। তাঁর স্ত্রী তৃণমূল দলের সঙ্গে যুক্ত। তিনি স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যাও। বাবলু পন্ডিত বারবার তাঁকে বিভিন্নভাবে টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। কখনও পুজো পার্বণ, কখনও দলীয় অনুষ্ঠান, আবার কখনও বা তাঁর জমির ক্ষতি হচ্ছে এসব নানা কারণ দেখিয়ে টাকা দাবি করছেন।  এভাবে বারবার কাউকে টাকা দেওয়া সম্ভব নয় বলেও জিয়াজুর সাহেব জানান। তাই তিনি বিষয়টি তৃণমূলের উচ্চ নেতৃত্বের পাশাপাশি পুলিশ প্রশাসনকেও জানিয়েছেন। তিনি বলেন, যদি এই ঘটনা বন্ধ না হয় তাহলে হয়তো এই রিসর্ট বন্ধ করে দিতে হবে। পাশাপাশি আরামবাগ থেকে অন্যান্য সমস্ত ব্যবসা গুটিয়ে অন্যত্র চলে যাবেন। এই ঘটনা নিয়ে সরব হয়েছেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকীও। বুধবার তিনি আরামবাগে গৌরহাটি  মোড়ে জুমা মসজিদ প্রাঙ্গণে একটি ইসলামিয়া পাঠাগার ও মক্তবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন। এ প্রসঙ্গে উল্লেখ্য, পাঠাগারটি তৈরিতে বিশেষভাবে সহায়তা করেছেন রিসর্টের কর্ণধার সৈয়দ জিয়াজুর রহমান। এই পাঠাগারের নামকরণও তাঁর বাবার নামে হয়েছে। এদিন ওই অনুষ্ঠানের পর পীরজাদা ত্বহা সিদ্দিকী রিসর্ট কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তিনি প্রশাসনকে এ বিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

Loading