সোমালিয়া সংবাদ, আরামবাগ: ২০২১-এর ভোট সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ও উন্নয়নের পক্ষে ভোট হবে। আমরা সিপিএম,কংগ্রেস, তৃণমূল, বিজেপি কিচ্ছু বুঝি না। এই বাংলা হিন্দু-মুসলমান-খ্রিস্টান সকলের ঐক্য , সম্প্রীতি ও ভালোবাসার বাংলা। এই বাংলায় সাম্প্রদায়িক শক্তি জায়গা পাবে না। এই বাংলায় হিন্দু-মুসলমান হাতে হাত রেখে সাম্প্রদায়িক শক্তিকে ২০২১-এ কবর দিয়ে দেশের প্রত্যেকটা রাজ্যকে একটা নতুন বার্তা দেবে। বুধবার আরামবাগে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করলেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। এদিন পীরজাদা ত্বহা সিদ্দিকী আরামবাগ গৌরহাটি মোড়ে জুমা মসজিদ প্রাঙ্গণে ইসলামিয়া পাঠাগার ও মক্তবের উদ্বোধন অনুষ্ঠানে আসেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এদিন তিনি ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী আসা নিয়ে বলেন, এর দুটো দিক আছে। একটা হচ্ছে, যাতে সামনের নির্বাচনে কোন মায়ের কোল খালি না হয়। এই শান্তি স্থাপনের জন্য যদি কেন্দ্রীয় বাহিনী আসে তাহলে ঠিক আছে। কিন্তু যদি মনে করে, বেশি করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাংলার মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করবে সেটা খুব ভুল হবে। বাংলার মানুষ ভীতু নয়। বাংলায় ন কোটি মানুষ আছে। যদি চার কোটি কেন্দ্রীয় বাহিনী দিয়ে দেয়, যদি মনে করে মানুষকে ভয় দেখাবো, ভয় দেখিয়ে কিছু করা যাবে না। ত্বহা সিদ্দিকী বলেন, শুধু একটাই ভয় লাগছে। এত কষ্ট করে মানুষ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভোট দেবে। কিন্তু ইভিএম মেশিনে কি হবে আমরা জানিনা। পশ্চিমবঙ্গ সরকারকে বলব, প্রত্যেকটা রাজনৈতিক নেতা ও দলকে বলব, আপনারা ইভিএম মেশিনকে লক্ষ্য রাখবেন। কারণ কারচুপি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফন্ট-র প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী সম্পর্কে তিনি বলেন, উনি নাকি বাংলাকে দুর্নীতি মুক্ত করবেন, বাংলাকে দুর্নীতিমুক্ত করার আগে নিজেকে আগে দুর্নীতি মুক্ত হতে হবে। উল্লেখ্য, আব্বাস সিদ্দিকীও ফুরফুরা শরীফের পীরজাদা। তিনি বর্তমানে রাজনৈতিক দল গঠন করে কংগ্রেস ও সিপিএমের সঙ্গে জোট তৈরি করে আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ত্বহা সিদ্দিকী বলেন, আব্বাস সিদ্দিকী নলেজ সিটির নাম করে মানুষের কাছে যেসব টাকা-পয়সা চেয়েছে তার হিসাবটা দিলেই বুঝতে পারবে। উনি নিজেই তো দুর্নীতিমুক্ত নন, উনি কি করে বাংলাকে দুর্নীতি মুক্ত করবেন?উনি রাজনীতি করবেন বলছেন, করতে পারেন। কারন এটা গণতান্ত্রিক দেশ। কিন্তু ফুরফুরা শরীফের পাঁচশ বছরের ইতিহাসে কেউ রাজনীতি করেন না। ওনার শখ মিটে যাক। শুনে আমাদের কষ্ট লাগছে, আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক