সোমালিয়া সংবাদ, জাঙ্গিপাড়া: ক্ষমতা থাকলে পেট্রোলের রাজস্ব কমিয়ে দেখাক তৃণমূল সরকার।সকলে পেট্রোল চালিত বাইকে চড়ছেন, আর একা মাননীয়া ব্যাটারি গাড়ি চেপে নাটক করছেন।বাংলার মানুষ সমস্ত ভাঁওতা বুঝে গেছে। তৃণমূলের ‘জয় বাংলা’ স্লোগান যেমন বাংলাদেশের তেমন ‘খেলা হবে’ স্লোগান বাংলাদেশ থেকে ভাড়া করে এনে পশ্চিমবাংলাকে বাংলাদেশ বানানোর চেষ্টা চালাচ্ছে তৃণমূল। গত সাড়ে নয় বছর ধরে হেলিকপ্টার চেপে ঘোরার পর আজকে স্কুটার চালানো শিখছেন মুখ্যমন্ত্রী, যেটা সবটাই নাটক।এদিন জাঙ্গিপাড়ায় এসে এভাবেই তৃণমূল সরকারকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।এদিন শুভেন্দু আরও বলেন, তৃণমূল সরকার শুধু দাঁড়িয়ে আছে মিথ্যার উপর, আর সরকারি ক্ষমতার উপর। এদিন শুভেন্দু কথায় কথায় মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জীকে কটাক্ষ করেন। আড়াই বছর পর হুগলি জেলা পরিষদের দখল নেওয়ার হুঁশিয়ারিও দেন শুভেন্দু অধিকারী।রাজ্যসরকার পেট্রোপন্যকে জিএসটি-র আওতায় আনতে দিচ্ছে না বলেও সরকারকে কটাক্ষ করেন। অন্যদিকে এদিন, জাঙ্গীপাড়ায় বিজেপির জনসভায় শুভেন্দু অধিকারীর হাত ধরে যোগদান করলেন হুগলী জেলা পরিষদের একজন সদস্যা, ,জাঙ্গীপাড়া পঞ্চায়েত সমিতির সদস্য সহ চন্ডীতলা ও জাঙ্গীপাড়া ব্লকের বেশ কিছু তৃনমুল কর্মী। যাঁর মধ্যে রয়েছেন হুগলী জেলা পরিষদের সদস্যা মনিদীপা দাস, জাঙ্গীপাড়া পঞ্চায়েত সমিতির সদস্য স্বদেশ কুমার চীনা সহ দুটি ব্লকের একাধিক তৃনমুল কর্মী। বিজেপিতে যোগদান করে মনিদীপা দাস জানান, তৃনমুলে থেকে কাজ করতে অসুবিধা হচ্ছিল, যোগ্য সম্মান পাইনি , তাই বিজেপি আসতে বাধ্য হলাম। ওখানে অনেক দুর্নীতি আছে, স্বচ্ছ ভাবে কাজ করতে অসুবিধা হচ্ছিল। তাই এই সিদ্ধান্ত।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক