October 5, 2025

কালীঘাট থেকেও চোর ধরা পড়বে: ধনিয়াখালির পরিবর্তন যাত্রা থেকে মন্তব্য বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের

সোমালিয়া সংবাদ, ধনিয়াখালি: কালীঘাট থেকেও চোর ধরা পড়বে, চোরের মায়ের বড় গলা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। বৃহস্পতিবার ধনিয়াখালির মদনমোহনতলা থেকে দশঘরা পযন্ত পরিবর্তন যাত্রা করে বিজেপি । পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন তথাগত রায়  এবং সাংসদ লকেট চট্টোপাধ্যায় সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। পরিবর্তন যাত্রা শেষে দশঘরা এলাকায় জনসভা করে বিজেপি। সভায় বক্তব্য রাখার সময়  লকেট বলেন, নিজের বৌমা কয়লা চোর বলে বাংলার সমস্ত মহিলাকে কয়লা চোর বলতে পারেন না। নিজের বাড়ির ঝামেলাকে বলবে বাংলার ঝামেলা। এইভাবে আমরা কথা ঘোরাতে দেব না। আগামী দিনে তদন্ত হবে, প্রত্যেকটা জিনিস ধরা পড়বে।সিবিআই তো যাবেই, সিবিআই কালিঘাটেও যাবে।কালীঘাট থেকেও চোর ধরা পড়বে, চোরের মায়ের বড় গলা। ভাইপো কথায় কথায় বলতো, যদি আমার বাইরে একাউন্ট থাকে তাহলে রাজনীতি ছেড়ে দেব। এবার তো থাইল্যান্ডে একাউন্ট পাওয়া গেল, রাজনীতি তো ছাড়ো। এদিন লকেট বলেন,প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে মুখ্যমন্ত্রী যে ভাষা প্রয়োগ করেছেন তা বাংলার সংস্কৃতি নয়।আমরা এরকম ভাষা ব্যবহার করি না। বাংলার মেয়েরা বাংলার সংষ্কৃতির জন্য ঠিক ঠিক জবাব দেবে।

Loading