October 5, 2025

তৃণমূলের প্রার্থী তালিকা চূড়ান্ত। প্রকাশ আগামীকালই?

 সোমালিয়া ওয়েব নিউজ: আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূলের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত হয়ে গেছে বলে জানা গেছে। তবে সমস্ত নামের তালিকা একই সঙ্গে প্রকাশ করা হবে না। ধাপে ধাপে সেই তালিকা প্রচার মাধ্যমের সামনে তুলে ধরা হবে। আর সেই কাজটি শুরু হতে চলেছে সোমবারই। সবকিছু ঠিকঠাক থাকলে এদিনই তৃণমূলের প্রথম তালিকা প্রকাশ পাবে। সেই উপলক্ষে এদিন দুপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে তৃণমূল কোর কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। জানা গেছে, এবারের প্রার্থী তালিকা তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রশান্ত কিশোরের টিম। আর সেইসঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে যুবরাজ তথা সাংসদ অভিষেক ব্যানার্জীর মতামতকেও। অর্থাৎ এবারের প্রার্থী তালিকায় তরতাজা যুবনেতাদের স্থান পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। জানা গেছে, প্রার্থী তালিকা তৈরি করার জন্য গত কয়েক মাস ধরে পিকের দলের সদস্যরা বুথ ভিত্তিক মতামত গ্রহণ করেছেন। সেই মতামতের উপর ভিত্তি করেই প্রার্থী বাছাই করা হয়েছে। যে সমস্ত দলীয় নেতারা এলাকায় ভালো কাজের জন্য অত্যন্ত জনপ্রিয় তাঁদের কথা গুরুত্ব দিয়ে ভাবা হয়েছে। পাশাপাশি যাঁরা প্রতিষ্ঠিত নেতা, বিধায়ক, এমনকি মন্ত্রী অথচ তাঁদের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে, তাঁদের বাদ পড়ার সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ প্রার্থী তালিকায় নতুন মুখের সংখ্যা অনেক বেড়ে যাবে বলে তৃণমূলের দলীয় সূত্রে খবর। যে সমস্ত জায়গায় বিধায়ক ও মন্ত্রীরা দল ছেড়ে বেরিয়ে গেছেন সেখানে স্বাভাবিকভাবেই নতুন মুখ থাকছে। পাশাপাশি যে সমস্ত বিধায়ক ও মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে তাঁদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি বেশকিছু বয়স্ক বিধায়ককেও প্রার্থী তালিকা থেকে বাদ রাখা হচ্ছে। তবে এবারের প্রার্থী তালিকায় অনেকটাই চমক থাকছে  অভিনেতা-অভিনেত্রী এবং আমলাদের নাম নামের ক্ষেত্রে। গতবারের স্থান পাওয়া অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি এবার নতুন করে বেশ কিছু অভিনেতা-অভিনেত্রী বিধায়ক পদের জন্য টিকিট পাচ্ছেন।  পাশাপাশি বেশ কয়েকজন আমলা ও কলকাতা পৌরনিগমের কাউন্সিলর নাম তালিকায় দেখা যেতে পারে। এছাড়াও জেলার কয়েকটি পৌরসভার পৌরপ্রধানকে এবার প্রার্থী হিসেবে দেখা যেতে পারে। যাঁদের নাম তালিকায় থাকার সম্ভাবনা বেশি তাঁরা হলেন– দেবাংশু ভট্টাচার্য, হুমায়ুন কবীর, রাজীব সিনহা, সায়নী ঘোষ, জুন মালিয়া, কৌশানি  মুখার্জি, মনোজ তিওয়ারি প্রমুখ।

Loading