সোমালিয়া ওয়েব নিউজ: আর ৮০ কিমি গতিবেগে নয়, এবার আরামবাগ লোকাল ছুটবে ঘন্টায় ১২০ কিমি গতিবেগে। এবার এই লাইনে বাড়তে চলেছে ট্রেনের গতিবেগ। বুধবার তার ট্রায়াল রান হয়ে গেল তারকেশ্বর থেকে শেওড়াফুলি পর্যন্ত। আর এই প্রচেষ্টা সফল হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল। এর ফলে যাতায়াতের সময় অনেকটাই কমে যাবে। এ প্রসঙ্গে শেওড়াফুলির স্টেশন ম্যানেজার রাম আধার প্রসাদ বলেন, ‘ট্রেনের গতি বাড়লে যাত্রীদের সুবিধা হবে। অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা। এখন ৮০ কিলোমিটার বেগে ট্রেন চলে। ভবিষ্যতে গতিবেগ হতে পারে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। আজ তার ট্রায়াল রান হয়েছে। সেটি সফলও হয়েছে। ওই গতিতে ট্রেন কবে থেকে ছুটবে, তা রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা ঠিক করবেন।’ উল্লেখ্য, আরামবাগ থেকে শেওড়াফুলি পর্যন্ত ১৫টি স্টেশন পাড়ি দিতে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা। গতিবেগ ঘন্টায় ১২০ কিমি হলে সেই সময় অনেকটাই কমে যাবে। রেল সূত্রে জানা গেছে, এদিন তারকেশ্বর থেকে দুপুর ২টো নাগাদ চার কামরার একটি ট্রেন ছাড়া হয় পরীক্ষামূলক ভাবে। সেটি শেওড়াফুলি পৌঁছয় দুপুর ২টো বেজে ২৭ মিনিটে। অর্থাৎ, মাত্র ২৭ মিনিটে ৩৪ কিমি রাস্তা অতিক্রম করে। এই রানে ট্রেনের সর্বাধিক গতিবেগ ছিল ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। গড় গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার। এই হিসাবে দেখলে, শেওড়াফুলি-আরামবাগ লাইনের ওই ১৫টি স্টেশন মাত্র এক ঘণ্টায় পাড়ি দেওয়া সম্ভব হবে। আর তার কার্যকর হলে আগামী দিনে অনেকটাই সময় বাঁচিয়ে আরামবাগ থেকে হাওড়া পৌঁছে যাওয়া যাবে। আর এই ঘটনায় আরও একটি সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। আগামী দিনে যে ভারতীয় রেল মন্ত্রক আরামবাগ রেল স্টেশনকে জংশন করে অনেক কিছু চিন্তাভাবনা করছে এটা হয়তো তারই প্রথম লক্ষণ।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি