সোমালিয়া সংবাদ, পুরশুড়া : সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির তৈরি করলেন পুরশুড়া থানার ওসি আসরফ আলি মোল্লা। থানা চত্বরে শিবমন্দির প্রতিষ্ঠায় সক্রিয় ভাবে অংশগ্রহণ করলেন। শুধু তাই নয়, ধুতি পাঞ্জাবি পরে মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুষ্পাঞ্জলিও গ্রহণ করলেন। তাঁরই ঐকান্তিক প্রচেষ্টায় এবং সহযোগিতায় শিব মন্দির পুনঃপ্রতিষ্ঠা হল। এ প্রসঙ্গে উল্লেখ্য, আসরফ আলি সাহেব শুধু এখানেই নয়, এর আগেও দুর্গাপুর নিউটাউনশিপ এবং হুগলির গুপ্তিপাড়াতেও পুজোতে সক্রিয় ভাবে অংশ নিয়েছিলেন। সেখানকার মানুষের কাছেও তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির তৈরি করেছেন। জানা গেছে, থানা চত্বরে ১৯৬৮ সালে তৎকালীন ওসি প্রভাত কুমার মুখার্জি একটি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে পরে তা প্রায় নষ্ট হতে বসেছিল। গত বছর ওসি থাকাকালীন সুজিত কুমার রায় সেটি ভেঙে নতুন করে সংস্কারের উদ্যোগ নেন। কিন্তু গত ডিসেম্বর মাসে তিনি বদলি হয়ে চলে যান। এর ফলে নির্মাণ কাজ থমকে যায়। এরপর সেখানে যোগদান করেন আসরফ আলি মোল্লা সাহেব। তিনি জানতে পেরেই আরজি পার্টির মাধ্যমে মন্দির নির্মাণের দায়িত্ব নিজের হাতে তুলে নেন। গ্রামবাসীরাও তাঁকে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেন। চারদিক রেলিং দিয়ে ঘেরা এই মন্দিরে মার্বেল পাথর বসানো হয়েছে। এই উপলক্ষে এদিন থানা চত্বরকে ফুলমালায় সুন্দর করে সাজানো হয়। প্যান্ডেল করে গ্রামবাসীদের নিরামিষ খাবার খাওয়ানো হয়। গ্রামের মানুষকে নিয়ে একসঙ্গে আনন্দে মেতে ওঠেন আসরফ সাহেব। মন্দিরের পুরোহিত বাসুদেব চক্রবর্তী বলেন, থানার বড়বাবু ভিন্ন সম্প্রদায়ের মানুষ হয়েও এই মন্দির তৈরির জন্য যা যা করার করেছেন। আমরা ওনার কাছে কৃতজ্ঞ রইলাম। অন্যদিকে এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করা গ্রামবাসী শুভেন্দু জানা, রীতা সান্যাল প্রমুখরা জানালেন, আসরফ সাহেব যা করলেন আমাদের কাছে অকল্পনীয়। এটা শুধুমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন নয়। পুলিশি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে মহিলাদের নিরাপদে পুজায় অংশগ্রহণও নিশ্চিত করেছেন। আমাদের খুব ভাল লাগছে। আমরা আশা করি ওনার হাত ধরে গ্রামের মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি