December 1, 2025

হাঁসের গলায় গান!’, শুনে সোশ্যাল মিডিয়ায় রব ‘কে ওঠায়’! ব্যাপক ট্রোল কৌশানি

সোমালিয়া ওয়েব নিউজ: টলিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়কে চেনে না এমন মানুষ খুব কমই আছেন। বর্তমানে তিনি সম্পর্কে জড়িয়ে আছেন টলিউডের আরেক অভিনেতা বনির সঙ্গে। বেশ কয়েকদিন আগে তার গলায় গাওয়া লুঙ্গি ডান্স খুব সহজেই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। নেটিজেনদের কাছে তাকে এই গানের জন্য কম কটাক্ষ হতে হয়নি। তাদের কথায় তিনি গানটির সুর-তাল সমস্ত কিছুই নষ্ট করে দিয়েছেন। আবারো মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে একি অদ্ভুত কান্ড ঘটালেন কৌশানি?সম্প্রতি একটি অনুষ্ঠানে কৌশানি মুখোপাধ্যায় ভক্তদের অনুরোধে নিজের বিউটি সিক্রেট শেয়ার করলেন। নিজের সুন্দর হওয়ার রহস্য প্রকাশ্যে আনলেন সবার। অভিনেত্রী নিজেকে সাজিয়ে তুলেছিলেন গ্লিটারি নীল রঙের টপ, সিলভার রঙের পাফার জ্যাকেটে। সঙ্গে ছিল নীল রঙের প্যান্ট এবং পায়ে সোনালি রঙের লম্বা বুট। অভিনেত্রীকে সেদিন খোলা চুলে সত্যিই সুন্দর লাগছিল। তিনি শুধুমাত্র গান গাননি বরং দর্শকদের নানারকম প্রশ্নের উত্তর দিয়েছেন।
অভিনেত্রী সেদিন অনুষ্ঠানে বলেছিলেন দর্শকরা চাইলে যে কোন প্রশ্ন করতে পারে তাকে শুধু তার বিয়ের কোনরকম প্রসঙ্গ তোলা যাবে না। একজন প্রশ্ন করেন, বাড়ির প্রিয় সদস্যরা ছাড়া আর কোন মানুষ তার জীবনে সবথেকে প্রিয়? হয়তো তার দীর্ঘদিনের প্রেমিক বনির কথা শোনার জন্যই এই প্রশ্ন করা হয়েছিল তাকে। কিন্তু বুদ্ধি করে কৌশানি এ প্রশ্নের উত্তর ঘুরিয়ে দেয়। তার কাছে তার বাড়ির প্রিয় সদস্যরা ছাড়া তার দর্শকরা তার কাছে সব থেকে প্রিয়। নতুন প্রিয় মানুষদের সঙ্গে দেখা করার জন্যই তার এই অনুষ্ঠানে আসা।ভক্তদের নিজের বিউটি সিক্রেট সম্পর্কে কি বললেন অভিনেত্রী নিজেকে সুন্দরভাবে মেনটেইন করা সবথেকে বড় চ্যালেঞ্জ এবং চাপের বিষয়। মঞ্চে উপস্থিত সঞ্চালকের প্রশ্ন ছিল, কিভাবে তিনি এত রূপসী? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেছেন, তোমার সারাদিনের খুব পুরো হোক কি না হোক তোমাকে শরীরের যত্ন করতেই হবে। যেমন সকালে উঠে জিমে যাওয়া অতি অবশ্যই দরকার। আশেপাশের লোক যতই ভালো-মন্দ খাক না কেন নিজের জীবন থেকে পছন্দসই খাবারকে বাদ দিতে হবে। মানুষ রোজগার করে পেট চালানোর জন্যই কিন্তু যখন সেই পেটকে মারতে হয় তখন সেটা জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে যে ‘শাড়ি কা ফল সা’ গানটি গেয়েছেন অভিনেত্রী। গান গাইতে গাইতে দর্শকদের সঙ্গে ঠাট্টা ইয়ার্কিও তিনি মেরেছেন। একজন অভিনেত্রী হিসাবে তিনি হয়তো গায়িকাদের মত সুরত তাল ঠিক রেখে গান গাইতে পারেননি কিন্তু তিনি মঞ্চটাকে উপভোগ করেছেন। এবং তার অনুষ্ঠান দর্শকরাও যথেষ্ট আনন্দের সঙ্গে উপভোগ করেছে। ভিডিওটি দেখে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। রাজ চক্রবর্তীর ডেবিউ ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-তে কৌশানির দুর্ধর্ষ অভিনয় মন কেড়েছে দর্শকদের।

Loading