October 5, 2025

আসানসোলের বদলে হুগলিতে এসে কেন বিজেপিতে যোগদান করলেন জিতেন্দ্র তিওয়ারি, জল্পনা রাজনৈতিক মহলে

সোমালিয়া সংবাদ, বৈদ্যবাটি:  হঠাৎই নাটকীয় ভাবে  তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। মঙ্গলবার সন্ধ্যায় হুগলির বৈদ্যবাটিতে বিজেপির একটি পথসভায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাজীব ব্যানার্জির উপস্থিতিতে তিনি বিজেপির পতাকা হাতে তুলে নিলেন। এদিন বিজেপিতে যোগ দিয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেন, আজ থেকে আমার মনের ভাবনা স্বাধীনভাবে বলার সুযোগ পাব। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করতে চাই না। বিগত কয়েক বছর ধরে মনের ভাবনা প্রকাশ করার সুযোগ ছিল না। অনেক অভিজ্ঞতা মানুষকে বলার সুযোগ ছিল না। ভোটে দাঁড়ানো প্রসঙ্গে তিনি বলেন, দল যা ঠিক করবে তিনি সেই পথে হাঁটবেন।
কিন্তু প্রশ্ন উঠেছে হঠাৎ আসানসোল থেকে উড়ে এসে কেন হুগলির বৈদ্যবাটিতে তাঁকে বিজেপিতে যোগদান করতে হল? এ নিয়ে এখন থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। এর দুটি দিক রয়েছে। প্রথমত, পশ্চিম বর্ধমানের বিজেপি নেতারা বিশেষ করে বাবুল সুপ্রিয় জিতেন্দ্র তিওয়ারিকে দলে নেওয়ার ক্ষেত্রে তীব্র আপত্তি জানিয়েছিলেন। কারণ গত পাঁচ বছরে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে বিজেপি কর্মীদের ওপর আক্রমণের বহু অভিযোগ রয়েছে। তাই নিজের দলের কর্মীদের কাছে খারাপ বার্তা যেতে পারে এই আশঙ্কায় বাবুল সুপ্রিয় তাঁর বিজেপিতে যোগদান মেনে নিতে পারেননি। বলা চলে ডিসেম্বর মাসে তাই বিজেপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেও পিছু হটতে হয় জিতেন্দ্র তিওয়ারিকে। সেই সময় আবার তিনি একরকম ক্ষমা স্বীকার করে তৃণমূলে ফিরে যান। তৃণমূলও  তাঁর ওপর বিশ্বাস রাখতে পারেননি। পাশাপাশি তাঁকে দল থেকে ছাড়তেও রাজি ছিল না। তাই তাঁকে দলের সর্বভারতীয় মুখপাত্র করে আটকে রাখার চেষ্টা করেছিল। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে হয়তো পুনরায় বিধায়ক টিকিট পাওয়ার ব্যাপারে নিশ্চিত ছিলেন না জিতেন্দ্র তিওয়ারি। তাই বিজেপি তাঁকে হয়তো টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় তিনি বিজেপিতে যোগদান করেছেন। কিন্তু বাবুল সুপ্রিয়র আপত্তি থাকায় পশ্চিম বর্ধমানের কোন এলাকায় তাঁর টিকেট পাওয়া অনেকটাই কঠিন। সেজন্যই হয়তো তাঁকে হুগলিতে এসে যোগদান করতে হয়েছে। হুগলির কোন আসন থেকেই হয়তো তিনি বিজেপি প্রার্থী হতে পারেন। আর এক্ষেত্রে শোনা যাচ্ছে, দল হয়তো তাঁকে চাঁপদানি  কেন্দ্রে বিজেপি প্রার্থী করতে পারে। কারণ চাঁপদানিতে বহু হিন্দি ভাষাভাষী মানুষ রয়েছেন। পাশাপাশি চাঁপদানি এলাকাটিও জিতেন্দ্র তিওয়ারির কাছে পরিচিত। ওই এলাকায় আগে তিনি বহুবার এসেছেন। তাই অনেক ভাবনা চিন্তা করেই হয়তো আসানসোলের বদলে বৈদ্যবাটিকে তাঁর বিজেপিতে যোগদানের জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছে। এখন আগামী দিনই বলবে তাঁর এই বিজেপিতে যোগদানের মধ্যে কতটা অংক রয়েছে আর কতটা নাটকীয়তা রয়েছে।

Loading