October 5, 2025

এমন দেশ যেখানে মানুষকে শুধু নয় কুকুরকেও নাগরিকত্ব দেওয়া হয়

সোমালিয়া ওয়েব নিউজ: বিশ্বে এমন একটি দেশ আছে যেখানে মানুষ শুধু নয় কুকুর কেউও নাগরিকত্ব দেয়া হয়। যা জানলে রীতিমতো অবাক হতে হয়।‌ এই দেশের নাম মোলোসিয়া রিপাবলিক। এটি একটি মাইক্রোনেশন এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, এই দেশের জনসংখ্যা মাত্র ৩৮ জন এবং এর মধ্যে নাগরিকদের তালিকায় রয়েছে ৩ টি কুকুরও। এই দেশটি অবস্থিত আমেরিকার নেভাদার কাছে। কেভিন বাগ নামে এক শাসকের রাজত্বে চলে দেশটি। মোট ১১ একর জমিতে ২.২৮ একর সীমানা রয়েছে। ডেটন ভ্যালিতে নির্মিত এই মাইক্রোনেশন সম্পর্কিত অনেক তথ্য রয়েছে, যা খুবই আকর্ষণীয়। এখানে কুকুররাও নাগরিকত্ব পায় এবং এই দেশের শাসক কেভিন নিজেকে স্বাধীন দেশের শাসক মনে করেন। ১৯৯৮ সালে জমি কিনে কেভিন এই দেশ গড়ে তোলেন। তিনি সবসময় সামরিক ইউনিফর্মে থাকেন এবং গায়ে পদক ঝোলানো থাকে। তিনি নিজেকে অনেক উপাধিতে ভূষিত করেছেন। এর পাশাপাশি এই দেশের নিজস্ব স্বতন্ত্র মুদ্রা রয়েছে যার নাম ভেলোরা। অর্থনীতি চালানোর জন্য ব্যাংক অব মোলোসিয়া নামে একটি নিজস্ব চিপ কয়েন ও মুদ্রিত নোট রয়েছে। এখন পর্যন্ত এই দেশটি নিজেদের জাতীয় সংগীত দু’বার পরিবর্তন করেছে। এই দেশের পতাকা নীল সাদা এবং সবুজ রঙে রঞ্জিত। শুধু তাই নয়, মোলোশিয়া আরেকটি মাইক্রোনেশন মোস্তাচেস্তানের সঙ্গে যুদ্ধ করেছে এবং এই যুদ্ধে জয়লাভও করেছে।

Loading