October 6, 2025

সদ্যোজাত শিশুর মৃত্যু, প্রসূতিকে সময়মতো ভর্তি না নেওয়ার অভিযোগ, বিক্ষোভ প্রদর্শন পরিবার-পরিজনের

সোমালিয়া ওয়েব নিউজ, আরামবাগ: সময়মতো হাসপাতালে ভর্তি না নেওয়ায় এক সদ‍্যোজাত শিশুর মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখালেন ওই প্রসূতির পরিবার-পরিজনরা। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার ঘটনাটি ঘটেছে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। যদিও হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন এই ঘটনায় কোন লিখিত অভিযোগ জমা পড়েনি। জানা গেছে, ওই প্রসূতি মায়ের নাম সালেহার খাতুন। বাড়ি আরামবাগ থানার মুথাডাঙ্গা সংলগ্ন আদমবাঁঁধে। বাপের বাড়ি গোঘাটের সাওড়ায়। সোমবার থেকে তাঁর প্রসব যন্ত্রণা শুরু হওয়ায় মঙ্গলবার তাঁকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকেরা। সালেহারের দিদি সাবিনা বিবির অভিযোগ, বহির্বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাঁকে ভর্তি না করার পরামর্শ দেন। এমনকি দু সপ্তাহ পরে হাসপাতালে নিয়ে আসার কথা বলেন। কিন্তু সালেহারের প্রসব যন্ত্রণা চলায় তাঁর পরিবারের লোকেরা তাঁকে ভর্তির জন্য অনুরোধ করলেও ওই চিকিৎসক তাতে নাকি কর্ণপাত করেননি। তখন সালেহারের পরিবারের লোকেরা তাঁকে গোঘাট গ্রামীণ হাসপাতাল নিয়ে গিয়ে ভর্তি করতে বাধ্য হন। ওইদিন রাতেই তাঁর এক পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু সেখানকার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, মা সুস্থ থাকলেও সদ্যোজাত পুত্রসন্তানের শারীরিক অবস্থা খুবই সংকটজনক। তাই তাকে অবিলম্বে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ওইদিন রাতেই সঙ্গে সঙ্গে সদ্যোজাত শিশুটিকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেদিন থেকেই মেডিকেল কলেজ ও হাসপাতালে সালেহারের চিকিৎসা চলছিল। তাঁর শারীরিক অবস্থার কথা ভেবে তাঁকে সন্তানের মৃত্যুসংবাদ দেওয়া হয়নি। শুক্রবার সেই সংবাদ তাঁকে জানাতেই তিনি কান্নায় ভেঙে পড়েন। তাঁর দাবি, মঙ্গলবার প্রথম যখন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির অনুরোধ করা হয়েছিল তখন তা করলে তাঁর সদ্যোজাত শিশু অনেক উন্নত পরিষেবা  পেতো। ফলে তাকে বাঁচানো সম্ভব হতো। আর তারপরেই প্রসূতি মায়ের কথার সূত্র ধরে হাসপাতাল চত্বরেই বিক্ষোভে ফেটে পড়েন তাঁর আত্মীয় পরিজনরা।

Loading