সোমালিয়া ওয়েব নিউজ: বাংলা বিনোদনে ‘দিদি নাম্বার ওয়ানে’ এর সেটে দেখা যাবে বাংলার দুই ‘দিদি’ – কে মুখোমুখি। দীর্ঘবছর ধরে ‘দিদি নাম্বার ওয়ান’ শোটি মন জয় করে এসেছে দর্শকের। রচনা বন্দ্যোপাধ্যায়ের এই শো এতটাই জনপ্রিয় যে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই মুখিয়ে থাকেন অংশ নেওয়ার জন্য। শুধু তাই নয়, শোয়ে বহু মানুষের অজানা গল্প, নানা ধরনের মজার গেম, জীবনের অজানা গল্প জানা যায়। এবার সেই মঞ্চেই আরও বড় চমক। দিদি নম্বর ওয়ানের মঞ্চে কি সত্যি এবার আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দুই দিদি এবার একমঞ্চে বলেই অনুমান। অনেকেই বলেন, বাংলায় দু’জন দিদি। একজন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যজন, অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। বাংলা তথা ওড়িয়া এবং দক্ষিণ ইন্ডাস্ট্রিতে একটা সময় চুটিয়ে সিনেমা করেছেন রচনা। হিট থেকে সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দায়ও নিজের কাজের ছাপ রেখে গিয়েছেন তিনি। দিদি নম্বর ওয়ান এখন টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান। যেখানে অংশ নেওয়ার জন্য রীতিমতো মুখিয়ে থাকে সকলে। সেই মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, এটা সত্যিই দর্শকের জন্য বড় চমক বলা চলে। সূত্রের খবর, চলতি মাসের ২১শে ফেব্রুয়ারি দিদি নম্বরর ১-এ আসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শোনা যাচ্ছে, প্রতিদিন যেখানে শ্যুটিং হয়, সেই ইন্ডোর স্টুডিওতে নয়। বরং, হাওড়ার ডুমুরজেলা স্টেডিয়ামে বিশেষ পর্বটি শ্যুট হতে পারে বলে খবর। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা যাতে কোনওভাবে বিঘ্নিত না হয়, সেদিকেও বাড়তি নজরদারি ব্যবস্থা করা হচ্ছে। ১৮ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক মিটিংও ডাকা হয়েছে বলে খবর। কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা নিয়ে চিন্তিত। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর জন্যই হাওড়ার ডুমুরজেলা স্টেডিয়ামে শুটিংয়ের প্রস্তুতি নিতে চলেছেন জি বাংলা।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল