October 5, 2025

শ্রাবন্তীকে দেখা গেল নিষ্ঠা মেনে শিবরাত্রির ব্রত পালনে! ভাইরাল ভিডিও নেটপাড়ায়

সোমালিয়া ওয়েব নিউজ : শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেন স্নিগ্ধ সুন্দরী মন্দিরে মধ্যে নীল শাড়ি পরে নীলাম্বরী রূপে, কপালে লাল টিপ, গায়ে গয়না অভিনেত্রীকে একটু অন্য মোডে অন্যরকম লাগছিল। শুক্রবার রাতে নিয়ম মেনেই শিবরাত্রির ব্রত পালন করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শিবলিঙ্গে দুধ ঢেলে, বেল, ফুলপাতা দিয়ে নিষ্ঠাভরে পুজো করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। নিজেই ব্রত পালনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শিবরাত্রির দিনে নিজের সাজগোজের ছবিও ইনস্টাস্টোরিতে পোস্ট করেছেন।
নিজের ইনস্টাগ্রামে ‘হর হর মহাদেব’ ক্যাপশানে শিবরাত্রি পালনের ভিডিয়ো পোস্ট করেছেন শ্রাবন্তী। সেখানে শ্রাবন্তীকে কোনও এক শিবমন্দিরে গিয়ে পুজো করতে দেখা যায়। তাঁর চারপাশে ঘিরে থাকতে দেখা গিয়েছে আরও অনেকেই। এদিকে শ্রাবন্তীর এই পোস্টে কমেন্টের বন্যা বয়ে গিয়ছে। শুরু হয়েছে ট্রোলিং। নিন্দুকেদের একজন লিখেছেন, ‘এটা কি চতুর্থ বিয়ের প্রস্তুতি?’ কারোর কটাক্ষ, ‘এবার মহাদেবও বিরক্ত হবেন।’ কেউ আবার দ্ব্যর্থ (দুই অর্থবহ শব্দ) শব্দে লিখেছেন, ‘তিনবার তো হল, এবার কী বর চাইলেন?’ তবে সকলেই যে সমালোচনা করেছেন এমনটা নয়। অনেকেই শ্রাবন্তীর এই ভক্তি দেখে প্রশংসাও করেছেন। এদিকে কাজের ক্ষেত্রে খুব শীঘ্রই ‘দেবী চৌধুরানী’র বেশে ধরা দিতে চলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। গত জানুয়ারি মাসেই শুরু হয়েছিল শ্যুটিং। গলায় রুদ্রাক্ষের মালা পরে ডাকাত রানির লুকে ধরাও দিয়েছেন তিনি। এদিকে ব্যক্তিগত জীবনে বহু অল্পবয়সেই পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। সেটা ছিল ২০০৩ সাল। ২০১৬ সাল পর্যন্ত রাজীবের সঙ্গে দাম্পত্য জীবন কাটিয়েছেন অভিনেত্রী। এরপর রাজীবের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পরেই মডেল কৃষাণ বিরাজকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। তবে বিয়ের কয়েকমাসের মধ্যেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। যদিও সম্প্রতি কৃষাণও ফের সাতপাকে বাঁধা পড়েছেন। এদিকে শেষবার ২০১৯-এ রোশন সিংকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। তবে তাঁরাও এখন আলাদা। তবে আদালতে ঝুলে রয়েছে তাঁদের বিবাহ-বিচ্ছেদের মামলা। এদিকে মাঝে নিজের আবাসনের এক ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে অভিনেত্রীর প্রেম ছিল ওপেন সিক্রেট। তবে সে প্রেমও ভেঙেছে। কিছুদিন আগে ‘দেবী চৌধুরানী’র পরিচালক শুভ্রজিত্‍ মিত্রর সঙ্গেও শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও এটি প্রকাশ্যে আসেনি।

Loading