সোমালিয়া ওয়েব নিউজ : স্বামী স্ত্রী-র প্রতারণায় খুশিতে অদ্ভুত কাণ্ড ঘটালেন এক স্বামী। স্ত্রী পালিয়ে গিয়েছেন প্রেমিকের হাত ধরে। স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গেলে দুঃখে ভেঙে পড়াটা স্বাভাবিক। স্ত্রী পালিয়ে যাওয়ার আনন্দে লিটার লিটার দুধ গায়ে ঢাললেন এই ব্যক্তি। দুধ দিয়ে স্নান করার সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। ঝড়ের গতিতে নেটিজেনরা শেয়ার করতে শুরু করে। ভিডিয়োতে দেখা গিয়েছে, এক ব্যক্তি বাড়ির উঠোনে টুলের উপর বসে আছে। পাশে রয়েছে বালতিভর্তি দুধ। তাঁর পাশে থাকা মহিলারা মগ দিয়ে তাঁর মাথা ও শরীরে দুধ ঢেলে তাঁকে স্নান করাচ্ছেন।জানা গিয়েছে, ভালোবেসে বিয়ে করেন মামুন মোল্লা। স্থানীয় একটি বাজারে লেপ-তোষকের ব্যবসা করেন মামুন। প্রায় ৬ বছর আগে তিনি ভালবেসে পরিবারের সম্মতিতে বিয়ে করেন বালিয়াকান্দির নবাবপুরের বালিয়াচরের শাম্মী আক্তারকে। সাত বছর ধরে বেশ সুখেই সংসার করছিলেন তিনি। তবে সেই সংসার আর ভালো লাগেনি স্ত্রীর। তাই অন্যজনের হাত ধরেন তিনি। ছেড়ে চলে যান স্বামী মামুনকে। ঘটনাটি ঘটে বাংলাদেশের রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নারুয়া ইউনিয়নের শোলাবাড়ি গ্রামে। মামুন মোল্লা পজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়ী গ্রামের বাসিন্দা। স্ত্রী-প্রতারণার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আমার স্ত্রীর কোনো কিছুর অভাব রাখিনি। কিন্তু সে আমার সঙ্গে প্রতারণা করে ছেড়ে চলে গেছে। এ ছাড়াও সে চলে যাওয়ার সময় ৫০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণ নিয়ে গিয়েছে।’ঘটনার সত্যতা স্বীকার করে নারুয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জনাব আলী বলেন, ‘মামুন মোল্লা আমার প্রতিবেশী। স্ত্রী চলে যাওয়ায় মামুন দুধ দিয়ে স্নান করেছে। ‘দুধ দিয়ে স্নান করার কারণ জানতে চাইলে মামুন বলেন, ‘আমি দুধ দিয়ে স্নান করে নিজেকে শুদ্ধ করেছি।’
More Stories
হলুদ অপরাজিতা
মঙ্গল গ্রহে বরফ
ছিঃ ছিঃ রে ননী ছিঃ