October 5, 2025

অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিকে চ্যালেঞ্জের আবেদন খারিজ, জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে

সোমালিয়া ওয়েব নিউজ : বেশ কিছুদিন আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন । সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে তিনি মামলা করেছিলেন দিল্লি হাইকোর্টে। মঙ্গলবার আদালত তাঁর আবেদন খারিজ করে দিয়েছে। অর্থাৎ জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। কেজরিওয়াল তো বটেই, আম আদমি পার্টির তরফে বারবার দাবি করা হচ্ছে যে, তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে বিজেপি। কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রীর আর্জির ভিত্তিতে মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, অরবিন্দ কেজরিওয়াল অন্যদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছেন এবং অপরাধমূলক কাজের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। ইডি তাঁর বিরুদ্ধে যে তথ্যপ্রমাণ পেশ করেছে তার ভিত্তিতেই এই পর্যবেক্ষণ আদালতের। ইডি আগেই দাবি করেছে, আবগারি নীতি তৈরি করে দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ নেতারা প্রায় ১০০ কোটি টাকা ঘুষ পেয়েছিলেন। পাশাপাশি গোয়ায় যারা আপ-এর প্রার্থী হয়েছিলেন তাঁদের দলের তরফে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল ভোটে লড়ার জন্য। এই বিষয়ে দিল্লি হাইকোর্ট মনে করছে, ইডি এই সংক্রান্ত পর্যাপ্ত প্রমাণ আদালতে পেশ করতে পরেছে। তাই এই গ্রেফতারিকে বেআইনি বলা যাবে না। গত ২১ মার্চ ইডি গ্রেফতার করেছিল অরবিন্দ কেজরিওয়ালকে। শুরুর দিকে ইডি হেফাজতে থাকলেও পরে আদালতের নির্দেশে জেলে যান তিনি। ভারতে এই প্রথম কোনও কর্মরত মুখ্যমন্ত্রী জেল খাটছেন। আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত তাঁর জেলে থাকার কথা। তার মধ্যেই গ্রেফতারি চ্যালেঞ্জ করার মামলার শুনানি ছিল মঙ্গলবার। তাতে স্বস্তি পেলেন না কেজরিওয়াল। গত সপ্তাহে আপ নেতা সঞ্জয় সিং আবগারি মামলাতেই জামিন পেয়েছেন। সূত্রের খবর, হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে বুধবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে আম আদমি পার্টি। তাই ওয়াকিবহাল মহল মনে করছিল, দিল্লির মুখ্যমন্ত্রী জামিন পেলে লোকসভা ভোটের আগে বড় অ্যাডভান্টেজ পেয়ে যাবে আপ, কিন্তু তেমনটা হল না তাঁদের।

Loading