October 5, 2025

মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের

সোমালিয়া সংবাদ, আরামবাগ: বুধবার থেকেই প্রচার শুরু করে দিলেন আরামবাগ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল। প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর এদিনই তিনি প্রথম আরামবাগে আসেন। সঙ্গে ছিলেন তাঁর বাবা-মা। এদিন তাঁরা প্রথমেই আরামবাগের মায়াপুর-২ নম্বর অঞ্চলের ভালিয়া গ্রামে যান। সেখানে স্থানীয় কালী মন্দিরে পুজো দিয়ে নতুন পথ চলা শুরু করেন। এরপর এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। সেখান থেকে তিনি সোজা চলে যান আরামবাগের বলুন্ডি গ্রামে বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরার দলীয় কার্যালয়ে। উল্লেখ্য, গত দু’বারের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরাকে এবার দল টিকেট দেয়নি। তাই এদিন প্রথমেই তিনি তার কাছে গিয়ে আশীর্বাদ গ্রহণ করেন। কৃষ্ণচন্দ্র সাঁতরা সুজাতার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে অভিনন্দন জানান। সঙ্গে ছিলেন আরামবাগ পুর প্রশাসক স্বপন নন্দীসহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। সাক্ষাতের পর সুজাতা মন্ডল বলেন, কৃষ্ণচন্দ্র সাঁতরা এবং স্বপন নন্দী হলেন আমার অভিভাবক। তাঁদের পরামর্শ মেনেই আমি নির্বাচনের লড়াইয়ে নামছি। তাই তাঁদের আশীর্বাদ আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিদায়ী বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন, দলের কর্মীরা সকলেই সুজাতা মন্ডলের হয়ে সক্রিয়ভাবে প্রচারে নামবেন। পাশাপাশি সুজাতাও এই কেন্দ্রে জয়ী হয়ে আরামবাগের মানুষের সুখ দুঃখের পাশে থাকবেন। আমাদের সকলেরই একটাই লক্ষ্য, দলনেত্রীর মমতা ব্যানার্জিকে তৃতীয়বার মুখ্যমন্ত্রীর আসনে প্রতিষ্ঠিত করা।

Loading