সোমালিয়া সংবাদ, উত্তরপাড়া: হুগলির উত্তরপাড়া মূক্তকেশী কালি মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী চিত্র তারকা কাঞ্চন মল্লিক। এদিন বেশ কিছু দলের কর্মী সমর্থক নিয়ে উত্তরপাড়া পৌরসভার অন্তর্গত ১৬,১৭,১৮ ও ১৯ নং ওয়ার্ডে প্রচার করলেন।প্রবীন থেকে নবীন সকলের কাছে এগিয়ে গিয়ে সৌজন্য বিনিময় করেন
পাশাপাশি নন্দী গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে আহত মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি আহত হওয়ার ঘটনায় কোন্নগর বাটার মোরে কোন্নগর শহর তৃণমূলের পক্ষ থেকে এক মানব বন্ধনের মাধ্যমে প্রতি বাদ যেখান উপস্থিত ছিলেন কোন্নগর পৌরসভার প্রশাসক বাপ্পাদিত্য চ্যাটার্জি শহর তৃণমূলের সভাপতি সহ যুব সভাপতি ও ছাত্র পরিষদের সভাপতি।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি