October 6, 2025

মহা শিবরাত্রিতে তারকেশ্বরের বাবা তারকনাথ মন্দিরে ভক্তদের ঢল

সোমালিয়া ওয়েব নিউজ: শিবরাত্রি উপলক্ষে আজ সকাল থেকেই তারকেশ্বর শৈবতীর্থে ভক্তের ঢল।শিব রাত্রি উপলক্ষে ঢেলে সাজিয়ে তোলা হয়েছে তারকেশ্বর মন্দির কে।পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। মহা শিবরাত্রির বিশেষ দিনে বিশেষ ভাবে পূজার ব্যবস্থা করা হয়েছে পুরহিত মন্ডলীর তরফ থেকে।এবারে শিব চতুর্দশী তিথি দুপুরে দুটো চুয়াল্লিশ মিনিট থেকে আগামী কাল দুপুর দুটো একত্রিশ মিনিট পযন্ত। অন্ধকার আর অজ্ঞতা দূর করতে শিব রাত্রির ব্রত পালন করেন অগণিত ভক্ত।শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করেন ভক্তরা। শিবরাত্রির বিশেষ দিনে চার প্রহরে চার বার পূজা করা হয় মহাদেব কে।একেই বলা হয় শিবরাত্রির ব্রত।সারা বছরের মধ্যে শুধু একটা দিন, সারা দিন মন্দির খোলা থাকে অন্যান্য দিনের মত কোন বিধি নিষেধ মানা হয় না।তবে এবারে করোনা পরিস্থিতির কারণে দু দিন ভক্তদের গর্ভ গৃহে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।আজ ও কাল চোঁয়ার মধ্যে জল ঢালতে হবে ভক্তদের। সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল এই মহাশিবরাত্রি।ব্রতের আগের দিন ভক্তগণ নিরামিষ আহার করেন। রাতে বিছানায় না শুয়ে মাটিতে শয়ন করেন ভক্তরা। ব্রতের দিন তারা উপবাসী থাকেন। এই দিন চার প্রহরে শিবলিঙ্গকে দুধ, দই, ঘৃত, মধু ও গঙ্গাজল দিয়ে স্নান করানো হয়। বেলপাতা, নীলকন্ঠ ফুল, ধুতুরা, আকন্দ, অপরাজিতা প্রভৃতি ফুল দিয়ে পূজা করা হয়। ভারতবর্ষের বারোটি জ্যোতির্লিঙ্গ তথা সমস্ত শিবমন্দিরে এই পূজা চলে, তান্ত্রিকেরাও এইদিন সিদ্ধিলাভের জন্য বিশেষ সাধনা করে। হিন্দু মহাপুরাণ তথা শিবমহাপুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তান্ডব নৃত্য করেছিলেন । আবার এইরাত্রেই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল।

Loading