October 5, 2025

তৃণমূল প্রার্থী মুন্সি নজবুল করিমের সমর্থনে খানাকুলে দেবাংশু ভট্টাচার্যের রোড শো-তে জনজোয়ার

সোমালিয়া সংবাদ, খানাকুল: বৃহস্পতিবার খানাকুলে রোড শো করলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। এদিন তিনি খানাকুল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুন্সি নজবুল করিমের সমর্থনে হুড খোলা গাড়িতে করে রোড শোতে অংশ নেন। সঙ্গে ছিলেন প্রার্থী নজবুল করিমসহ খানাকুলের দুটি ব্লকের নেতারা। এছাড়াও এদিনের এই কর্মসূচিতে অসংখ্য কর্মী-সমর্থক পা মেলান। খানাকুল দু’নম্বর ব্লকের গড়েরঘাট থেকে রোড শো শুরু হয়, শেষ হয় রাজহাটি ভীমতলাতে। সেখানে পথসভায় বক্তব্য রাখেন দেবাংশু। এদিন রাস্তার দু দিকে অসংখ্য সাধারণ মানুষ ভিড় করেছিলেন। কর্মী-সমর্থকদের মুখে ‘খেলা হবে’ গানে রোড শো অন্যমাত্রা পেয়েছিল।  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করা প্রসঙ্গে এদিন দেবাংশু বলেন, মুখ্যমন্ত্রীকে পরিকল্পিত ভাবে আক্রমণ করা হয়েছে। আক্রমণটা করা হয়েছে পায়েতে। কারণ বিজেপি জানে, মমতা ব্যানার্জির সবচেয়ে বড় অস্ত্র পা। আর এই ৬৫ বছরের মহিলা আর্থ্রাইটিসের ব্যথা-বেদনার জন্য ঘরে বসে থাকেন না। তাঁকে পায়ে আক্রমণ করা মানে গোটা প্রচার ঘরে বসিয়ে দেওয়া। আসলে বিজেপি মমতা ব্যানার্জিকে ভয় পাচ্ছে। তবে দেবাংশু বলেন, ওই ভাঙা পা নিয়েই খেলা হবে, খুঁড়িয়ে খুঁড়িয়েও খেলা হবে। ভাঙা পা নিয়ে মমতা ব্যানার্জি যখন রাজ্যজুড়ে ঘুরবেন বিজেপির দুর্দশা আরও চরমে উঠবে। দেবাংশু এদিন বলেন, ২০১৬-র  থেকে এবার একটা হলেও তৃণমূল বেশি  আসন পাবে। আমাদের হিসেব ২১৮ থেকে ২২২ টা আসন পাবে। তবে সেটা ২৩০ টা যাতে করা যায় সেই চেষ্টা করছি। তিনি এদিন শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বলেন, ভোটের পর তাঁকে সারাজীবন শান্তিকুঞ্জের বাড়িতে অশান্তি নিয়ে কাটাতে হবে। ওর ভবিষ্যতের কথা ভাবলে আমার খুব মায়া হয়। বিজেপি আখের মত নিংড়ে  ছেড়ে দেবে। ছিবড়ে করে ফেলে দেবে। বিজেপি কি তাঁকে এমনি এমনি বলির পাঠা করেছে। তারা কি জানে না নন্দীগ্রামে কি রেজাল্ট হবে। তিনি এদিন বলেন, ভাবুন তো যে বিজেপি কর্মীরা ‘জয় শ্রীরাম’ ছাড়া অন্য কিছু কোনদিন বলেনি, তারাও বলছে ‘খেলা হবে’। এদিন তিনি ভিনরাজ্য থেকে আসা বিজেপির নেতানেত্রীদের একহাত নেন। তিনি বলেন, ভোটের আগে তাঁরা আসছেন আর লোকের বাড়িতে ঢুকে  খেয়ে খেয়ে চলে যাচ্ছেন। ভাবতে পারছেন, এরকম হ্যাংলা দেখেছেন কখনও? এরা হল সেই রকম আত্মীয় যাদেরকে মানুষের বিপদে-আপদে পাওয়া যায় না। কিন্তু বাড়িতে খাসি মাংস রান্না হয়েছে বললেই সঙ্গে সঙ্গে ছুটে চলে আসবে।

Loading