সোমালিয়া সংবাদ, আরামবাগ: মুখ্যমন্ত্রীকে আক্রমণের ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন আরামবাগের তৃণমূল কর্মী-সমর্থকরা। বুধবার রাত থেকেই বিভিন্ন এলাকায় তৃণমূল নেতাকর্মীরা প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। এদিন রাতেই আরামবাগ বিবেকানন্দ মোড়ে আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন নন্দীর নেতৃত্বে তৃণমূল কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখান। পথ অবরোধ করে তাঁরা এই ঘটনার প্রতিবাদ জানান। অবিলম্বে এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান। বৃহস্পতিবার সকালে আরামবাগের মুথাডাঙ্গাতে একইভাবে কর্মী-সমর্থকরা রাস্তার ওপর আগুন জ্বেলে অবরোধ করেন। গোঘাটের উল্লাসপুরে তৃণমূল কর্মী-সমর্থকরা পথ অবরোধ করে এই ঘটনার তীব্র নিন্দা করেন। এছাড়াও পুরশুড়া ও খানাকুলেও এই ঘটনার প্রতিবাদ জানানো হয়।
![]()

More Stories
বৈষম্যহীন সমাজ গঠনের লড়াই আজও প্রাসঙ্গিক — আরামবাগের সিপিআইএমের নেতা সমীর চক্রবর্তীর অভিজ্ঞতায় উঠে এল সংগঠনের বাস্তবতা
আধুনিক প্রযুক্তির যুগে পড়ুয়া সংকটে গোঘাটের লাইব্রেরিগুলি – পাঠক টানতে উদ্যোগের খোঁজে গ্রন্থাগারগুলি
কোলাহলের মাঝেই চলছে অখণ্ড হরিনাম— হুগলির বদনগঞ্জের কয়াপাট বাজারের মন্দিরে ৪৬ বছরের ঐতিহ্য