October 5, 2025

হরিণখোলা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে রক্তদান শিবির বস্ত্র বিতরণ ও ইসালে সওয়াব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

আরামবাগ থানার অন্তর্গত হরিণখোলা যুব উন্নয়ন পরিষদের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির, বস্ত্র বিতরণ ও ইসালে সওয়াব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান।
উন্নয়ন পরিষদের পক্ষ থেকে ফারুক মিদ্যা, সেলিম মিদ্যা ও হাবিবুল্লাহ সাহেব জানান,
এই শিবিরে প্রায় ৭০ জন রক্তদান করেন। এছাড়াও প্রায় ২০০ জন মানুষকে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা হলেন বিশিষ্ট সাহিত্যিক প্রাবন্ধিক ও প্রাক্তন প্রধান শিক্ষক শেখ হাসান ইমাম সাহেব, আলহাজ্ব মাওলানা আব্দুল আজিম সাহেব, বিশিষ্ট শিক্ষাবিদ জহির উদ্দিন সাহেব, বিশিষ্ট চিকিৎসক অশোক কুমার নন্দী, চিকিৎসক এস এস আহমেদ, বিশিষ্ট শিক্ষক আজিজুল হক সাহেব, ছান্দ্রাা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক স্বপন অধিকারী, বিশিষ্ট সমাজসেবী চয়ন আহমেদ, ধনঞ্জয় রায়, শেখ জুলফিকার আলি ভুট্টো।

ইসালে সওয়াবের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুরফুরা দরবার শরীফের পীরজাদা মাওলানা তামিম সিদ্দিকী সাহেব, হরিণখোলা দরবার শরীফের পীরজাদা মাহফুজুল্লা হোসাইনি সাহেব। মাওলানা আবদুল আজিম সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানটিকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করেন বিশিষ্ট সঞ্চালক, ধারাভাষ্যকার ও শিক্ষক জনাব সৈয়দ এহতেশাম মামুন সাহেব।

       

Loading