December 1, 2025

গোঘাটে পাড়ায় পাড়ায় ঢুকে গ্রামবাসীদের খোঁজ খবর নিচ্ছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ

সোমালিয়া সংবাদ, গোঘাট: ভোটের আগে থেকে প্রতিদিনই চলছে কেন্দ্র বাহিনী নিয়ে বিভিন্ন জায়গায় রুট মার্চ। বিকালের পর গোঘাট দু’নম্বর ব্লকের বেঙ্গাই পঞ্চায়েতের অন্তর্গত ঈদলবাটি সহ তিনটি গ্রামে গোঘাট থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনী নিয়ে রুট মার্চ করল। ঈদলবাটি ছাড়াও চন্ডিপুর, সেনাই,বেঙ্গাই চোমাথায় রুটমার্চের মধ্য দিয়ে তারা সাধারন মানুষকে ভোট সংক্রান্ত বিষয় নিয়ে বোঝাই যাতে ভোট নিয়ে কোন সমস্যার মধ্যে সাধারণ মানুষ পড়তে না হয়।

Loading