সোমালিয়া সংবাদ, গোঘাট: প্রার্থী ঘোষণার পর থেকেই নতুন উদ্যোমে প্রচারে নেমেছেন গোঘাটের তৃণমূল প্রার্থী মানস মজুমদার। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দলের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন এলাকায় প্রচারে বেরিয়ে ঝড় তুলছেন। পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে। গ্রামেগঞ্জে পাড়ায় পাড়ায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। শনিবারও তাঁকে দেখা গেল পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানে তিনি গ্রামের মানুষের কাছে গত দশ বছরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যেসব উন্নয়ন হয়েছে তা আরও একবার মনে করিয়ে দিলেন। পাশাপাশি বাংলাকে ঐক্যবদ্ধ রাখতে, বাংলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আরও একবার জোড়া ফুলে ছাপ দেওয়ার অনুরোধ জানালেন। প্রচারের সময় দেখেন মাঠে কেউ আলু তুলছেন, কেউ লাঙল করছেন। এরপর তিনি নিজেও সেই লাঙল হাতে বেশ কয়েকবার জমিতে ঘুরলেন। এই ঘটনায় ভীষণ খুশি সেখানে উপস্থিত চাষিরা। তাঁরা বলেন, শুধু এদিনই নয়, বিধায়ক হলেও ওনাকে সবসময়ই আমরা কাছে পাই। তাঁকে বিধায়ক বলে কখনও মনে হয় না, যেন আমাদের কাছের মানুষ। এ ব্যাপারে তৃণমূল প্রার্থী মানস মজুমদার বলেন, মুখ্যমন্ত্রী যে সমস্ত উন্নয়ন করেছেন তারপর আলাদা করে ভোট চাওয়ার প্রয়োজন নেই। কিন্তু ভোটের একটা অঙ্গ হল প্রচার। তাই বের হতে হয়েছে। নাহলে আমরা সারা বছর যে উন্নয়ন কাজ করি তারপরে নতুন করে প্রচারের প্রয়োজন থাকে না। দলনেত্রী মমতা ব্যানার্জি তৃতীয়বার যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তা কেবল সময়ের অপেক্ষা।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি