সোমালিয়া ওয়েব নিউজ: সুস্বাস্থ্যই হল জীবনের মূল চাবিকাঠি। এমন কিছু মশলা রয়েছে যাদের ব্যবহারে আপনি সুস্থ থাকতে পারবেন। সেই মশলাগুলি সম্বন্ধে জানুন -রান্নাঘরে খুব সাধারণ উপাদান রসুন ইনফেকশন থেকে রক্ষা করে, রক্তচাপ ও কোলেস্টেরল কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কানের সমস্যা দূর করতে সাহায্য করতে সক্ষম। গোলমরিচ সব থেকে উপকারী মশলা। এটি ডায়রিয়া, হার্টের অসুখ, দাঁতের অসুখ, অ্যানিমিয়া, সর্দি-কাশিতেও উপকারী। গোলমরিচের মধ্যে পিপারিন নামক উপাদান থাকে, সেই জন্যই এটি ঝাঁঝালো স্বাদের হয়। যা হজমে সাহায্য করে। সবুজ শাক সবজি খুব উপকারী আমাদের চুল এবং ত্বকের জন্য। পালং শাক এবং ফুলকপিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন ই,যা আপনার স্ক্যাল্পকে ভালো রাখে এবং চুলের গোঁড়া মজবুত করে। সেই সাথে ত্বকের লাবণ্য ধরে রাখতেও সবুজ সবজি খুব উপকারী। তেজপাতা আমাদের সকলের রান্নাঘরেই পাওয়া যায়। এটি খুবই সামান্য একটি মশলা। কিন্তু এর রস খুবই উপকারী। মাইগ্রেন-এর ব্যথা বা আগুনে পুড়ে গেলে তেজপাতার রস ব্যথা উপশমে কাজ করে থাকে। তেজপাতায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, খনিজ উপাদান, এবং ফলিক অ্যাসিড। আদা খাওয়া খুবই গুরুত্বপূর্ণ পরিপাকতন্ত্রকে শক্তিশালী করতে। পেট ফাঁপা বা ফোলা সমস্যা থেকে মুক্তি দেয়। সঙ্গে এটি সর্দি-কাশির জন্যও ওষুধের মতো কাজ করে। খাবারের স্বাদ দ্বিগুণ বাড়াতে অনেকেই ব্যবহার করে হিং। এটি অ্যাসিডিটির সমস্যায় খুব উপকারী। হিং বদহজম, অ্যাসিডিটি এবং সব ধরনের পেট সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দেয়। কারণ, এতে আছে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য। প্রোটিন, ডায়েটারি ফাইবার, নিয়াসিন, ভিটামিন সি ও কে, পটাসিয়াম, ক্যালসিয়াম, আয়রনের মতো খনিজ সমৃদ্ধ হলুদ। হলুদ খুব ভালো ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে। ক্যান্সার প্রতিরোধক হিসেবেও এর ব্যবহার হয়। এমনকি আরথ্রাইটিসের ব্যথার প্রশমন ঘটাতেও হলুদ খুব উপকারী। জিরে ছাড়া বেশিরভাগ রান্নাই অসম্পূর্ণ। তরকারি হোক বা আলু মাখা, জিরে অনেকেই খেতে ভীষণ ভালোবাসেন। স্বাদ তো বটেই এর সঙ্গে রয়েছে একাধিক স্বাস্থ্য উপকারিতা। এটি সকালে খালি পেটে খেলে হজমশক্তির উন্নতি ঘটে। বাজার থেকে যাচাই করে ভালো গোটা মশলা কিনুন, বাড়িতে গুঁড়ো করে বা গুঁড়ো করার কলে দাঁড়িয়ে থেকে গুঁড়ো করে ব্যবহার করুন।
More Stories
আপনার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ কখন আতঙ্কিত, জেনে নিন
থাইরয়েড থেকে মুক্তি পাওয়ার উপায়
সস্তা খাদ্যের ফাঁদে স্বাস্থ্যব্যবসা: ভোক্তার অসচেতনতা থেকে কর্পোরেটের মুনাফা