October 6, 2025

মন্দিরে পুজো দেওয়ার পর মিছিল করে নমিনেশন জমা দিলেন তৃণমূল প্রার্থীরা

সোমালিয়া ওয়েব নিউজ: বুধবার হুগলি জেলার তৃণমূলের বিধানসভা নির্বাচনের প্রার্থী একসাথে মা কালীর কাছে পুজো দিলেন। চুঁচুড়া ও সপ্তগ্রাম বিধানসভা নির্বাচনের দুই তৃণমূল প্রার্থী অসিত মজুমদার ও তপন দাশগুপ্ত নমিনেশন ফাইল জমা দিলেন। চুঁচুড়া বিধানসভার মানুষের আশীর্বাদধন্য গত দু’বারের তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসিত মজুমদার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আবারও ২০২১ সালের আসন্ন বিধানসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী হিসেবে ভোটে লড়াই করছেন । বিধায়ক থাকার সময় থেকে তিনি গত ১০ বছর মানুষের জন্য নানারকম উন্নয়নমূলক কাজ করে গেছেন। পুনরায় নাম ঘোষণা হওয়ার পর থেকে বাড়ি বাড়ি প্রচার, জনসংযোগ ও দেয়াল লিখন করছেন । চুঁচুড়ার মনোনীত তৃনুমূল প্রার্থী অসিত মজুমদার এদিন সকালে প্রথমে বুনোকালি বাড়ি, তারপর দয়াময়ী কালি মন্দিরে পুজো দিয়ে, দলের কর্মীবৃন্দদের নিয়ে একটি মিছিল সহযোগে এসে নমিনেশন ফাইল জমা দেন । তৃতীয় বার অসিত মজুমদার চুঁচুড়ার তৃণমূলের প্রার্থী হওয়ায় চুঁচুড়ার তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে আনন্দও উৎসাহ দেখা গেল চোখে পড়ার মতো । অসিত মজুমদার পুরো বাঙালি আনায় ধুতি পাঞ্জাবি পরে পুজো দিয়ে নমিনেশন ফাইল জমা দেন। পরে চুঁচুড়ার বিদায়ী বিধায়ক তথা তৃণমূলের বর্তমান প্রার্থী অসিত মজুমদার জানান, এই বাংলায় কোন অবাঙালীর ঠাঁই নেই। তাই এই বাঙালি আনা পোষাক । ঢাক ঢোল ও ধামসা মাদলের তালে এবং সাঁওতাল নৃত্যর মধ্য দিয়ে মিছিল চলে । এরই মাঝে মালা পরিয়ে শুভেচ্ছা জানান অনেকেই। একই সঙ্গে তপন দাশগুপ্ত দয়াময়ী কালী মন্দিরে পুজো দিয়ে একসঙ্গে মিছিল করে নমিনেশন জমা দেন মহকুমা শাসক সৈকত গাঙ্গুলীর কাছে ।

Loading