October 5, 2025

তীর্থযাত্রী একটি দল অমরনাথ গুহা অভিমুখে

সোমালিয়া ওয়েব নিউজ: আজ ৪ হাজার ৮৮৯ জন তীর্থযাত্রী একটি দল জম্মুর ভগবতীনগর যাত্রী নিবাস বেস্ ক্যাম্প থেকে অমরনাথ গুহা অভিমুখে রওনা হয়েছেন। আজ ভোরে ১৮৭ টি গাড়িতে ওই পুণ্যার্থীরা যাত্রা শুরু করেন। এর মধ্যে ২ হাজার ৯৯৩ জনপেহেলগাম বেস ক্যাম্প এবং ১ হাজার ৮৯৬ জনতীর্থযাত্রীর বালতাল বেস ক্যাম্পের অভিমুখে গিয়েছেন। পরবর্তী যাত্রা সেখান থেকেই তাদের শুরুহবে।

Loading