সোমালিয়া সংবাদ, খানাকুল: নির্বাচনে জয়ের জন্য প্রচার চালিয়ে যাওয়ার থেকে মানুষের জীবনের দাম অনেক বেশি। আর তাই সেই প্রচার থামিয়ে দুর্ঘটনায় গুরুতর জখম দুই বাইক আরোহীকে নিজের গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে গেলেন খানাকুলের তৃণমূল প্রার্থী মুন্সি নজবুল করিম। সোমবার ঘটনাটি ঘটেছে খানাকুলের রামনগর এলাকায়। ওই এলাকায় দলের কর্মীদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন নজবুল। তখনই কিছুটা দূরে দ্রুতগতিতে ছুটে যাওয়া দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ওই ঘটনায় দুই বাইক আরোহী গুরুতর জখম হন। আহতরা হলেন খানাকুলের তাঁতিশাল এলাকার বাসিন্দা শেখ মনোয়ার ও আরামবাগের গৌড়ান এলাকার বাসিন্দা সুবীর বাগ। তাঁরা যন্ত্রণাকাতর অবস্থায় রাস্তায় ছটফট করছিলেন। সঙ্গে সঙ্গে দলীয় কর্মীদের নিয়ে সেখানে ছুটে যান নজবুল। তিনি একটুও কালবিলম্ব না করে প্রচার বন্ধ করে দেন। সঙ্গে সঙ্গে তিনি নিজের গাড়িতে তুলে নেন। আহতদেরকে সেখান থেকে সঙ্গে সঙ্গে নিয়ে যান খানাকুল গ্রামীণ হাসপাতালে। দ্রুত যাতে তাঁদের চিকিৎসা শুরু হয় সে ব্যাপারে কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। পাশাপাশি আহত বাইক আরোহীদের বাড়িতেও তিনি খবর দেন। এরপর তাঁদের চিকিৎসা নিশ্চিত করে তবেই তিনি ফিরে আসেন। জানা গেছে, আহতদের মধ্যে শেখ মনোয়ারের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কিছুক্ষণ পরে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে মুন্সি নজবুল করিমের এই কাজে খুবই খুশি এলাকার মানুষজন। তাঁদের বক্তব্য, নজবুলের কাছে এটা নতুন কিছু নয়। উনি সবসময় মানুষের পাশে এভাবেই থাকেন। তাই এবারের নির্বাচনেও খানাকুলের মানুষ দু’হাত ভরে আশীর্বাদ করে ওনাকে নির্বাচনে জয়ী করবেন। অন্যদিকে নজবুল করিম বলেন, প্রচার চলাকালীন কিছুটা দূরে দুর্ঘটনাটি ঘটে। তাই সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য হাসপাতালে তুলে নিয়ে গিয়েছিলাম।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি