সোমালিয়ার সংবাদ, গোঘাট: বামেদের আমলে ১৮ জন তৃণমূল কর্মী খুন হয়েছে। গতবছরও বিজেপির হাতে খুন হয়েছে এক তৃণমূল কর্মী। এসবের মূল ষড়যন্ত্রী বিশ্বনাথ কারক। রামকৃষ্ণ দেবের পবিত্র জন্ম ভূমিতে দাঁড়িয়ে এইরকম খুনি ব্যক্তি ভোট প্রচার করছে যা কোন মানুষ মেনে নেবে না। এরকম ভাবেই বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন মানস মজুমদার। এর পাশাপাশি আগের বিধায়কদের প্রসঙ্গ তুলে বলেন ১০ বছর পিছিয়ে গেলে আমরা দেখেছি প্রয়োজনে কখনো বিধায়ককে পাশে পেতাম না, একটি সই করানোর জন্য ১০ কিলোমিটার দূরত্বে আরামবাগ যেতে হতো। কিন্তু এই মানুষ মজুমদারকে দিবা রাত্র চব্বিশ ঘন্টা মানুষ বিপদে আপদে পাশে পেয়েছে। সর্বক্ষণের সাথী হিসেবে তাদের বিধায়ককে পেয়েছে। গোঘাট বিধানসভার বেঙ্গায় গ্রামে ভোট প্রচারে বেরিয়ে এইরকমই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মানস মজুমদার। মঙ্গলবার মানস মজুমদার বেঙ্গাই গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন। এদিন তাকে এলাকার মানুষ রাজকীয় সংবর্ধনা দেন বাড়ির মহিলারা তাঁকে পা ধুইয়ে কপালে চন্দনের ফোঁটা পরিয়ে দেন। এরপর ফুলের মালা পরিয়ে বাড়িতে নিয়ে যান। এই ঘটনায় অভিভূত তৃণমূল কর্মী সমর্থকরা।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি