সোমালিয়া ওয়েব নিউজ: আর মাত্র হাতেগোনা কটা দিনের পর রাজ্যে ভোট। সমস্ত রাজনীতি দলগুলি মাঠে ময়দানে নেমে গেছে ভোট প্রচারে। মনে হয় একুশে বিধানসভায় কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়াতে নারাজ। ঠিক একই ভাবে রোড শো মধ্যে দিয়ে ভোট প্রচার করলেন গোঘাটের বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক। বুধবার সকাল থেকে গোঘাটের রঘুবাটি অঞ্চল জুড়ে কর্মী সমর্থকদের নিয়ে রোড শোর মধ্যে দিয়ে ভোট প্রচার করেন। বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক বলেন, প্রতিদিনই বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে ভোট প্রচার করেছি। কিন্তু মাত্র হাতেগোনা কটা দিনের পর ভোট। তাই এলাকায় ঘুরতে আমরা রোড শো করছি যাতে সমস্ত এলাকায় যেতে পারি। তিনি বলেন, যেখানে যাচ্ছি মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। তাই আমরা নিশ্চিত একুশে বিধানসভায় বিপুল ভোটে জয়ী হয়ে তৃণমূল কংগ্রেসেক উৎখাত করে বিজেপিকে পশ্চিমবঙ্গে নিয়ে আসবই ।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি