October 5, 2025

তৃণমূল প্রার্থী অরিন্দম গুইনের অভিনব প্রচার

সোমালিয়া ওয়েব নিউজ: বুধবার সাতসকালে ঢাকঢোল বাজিয়ে অভিনব প্রচার সারলেন তৃণমূলের যুব প্রার্থী অরিন্দম গুইন। এদিন অরিন্দম বাবু প্রচার করেন তাঁর বিধানসভা এলাকার বড়বাগানে । প্রার্থী মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বিষয়গুলি ভোটারদের কাছে তুলে ধরেন। আজকের এই অভিনব প্রচার দেখতে বহু মানুষ রাস্তায় বেরিয়ে প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন। কেমন সাড়া পাচ্ছেন এই প্রশ্নের উত্তরে অরিন্দমবাবু জানান, এলাকার মানুষ আমাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন এবং আগামী নির্বাচনে তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক কাজকে সমর্থন করবেন বলে তাঁরা জানিয়েছেন। এই বিধানসভায় গত পাঁচ বছর ধরে যিনি বিধায়ক হিসেবে আছেন তাঁকে এই সময় মানুষের দুঃখে কাছে পাননি। তাই এবারের নির্বাচনে মানুষ ঘরের ছেলে হিসেবে তাঁকেই চাইছেন। তবে মানুষের ব্যক্তিগত চাওয়া-পাওয়া তো কিছু নেই। এলাকার সার্বিক উন্নয়ন হলেই তাঁরা সুখী হবেন। আমি জিতলে সেই চেষ্টাই করবো।

Loading