October 6, 2025

খানাকুল ও পুরশুড়াতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে অভিনেত্রী সাংসদ শতাব্দী রায়ের রোড শো

সোমালিয়া সংবাদ, খানাকুল: খানাকুল ও পুরশুড়ার তৃণমূল প্রার্থীদের হয়ে রোড শোয়ে অংশগ্রহণ করলেন অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়। আর দু’জায়গাতেই তাঁর এই রোড শো জনজোয়ারের রূপ নিল। পায়ে পা মিলিয়ে অংশ নিলেন  কয়েক হাজার মানুষ। শুধু তাই নয়, রাস্তার ধারে অসংখ্য মানুষ তাঁকে দেখার জন্য ভিড় করেছিলেন। প্রথমে এদিন খানাকুল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুন্সি নজবুল করিমের সমর্থনে তিনি এক রোড শোয়ে অংশগ্রহণ করেন। এই রোড শো শুরু হয় ঠাকুরানিচক থেকে, শেষ হয় প্রায় ৭ কিলোমিটার দূরে চুয়াডাঙ্গায়। দীর্ঘ এই যাত্রাপথের দু’দিকে মানুষ তাঁকে ফুল  ছুঁড়ে  অভ্যর্থনা জানান। সঙ্গে ছিল বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র। আর তাঁর সঙ্গে উৎসাহী কর্মীদের মুখে ছিল ‘খেলা হবে’ গান। একইভাবে শতাব্দদী  রাস্তার দু’দিকের মানুষদের দিকে ফুল ছুঁড়ে তাঁদেরকেও অভ্যর্থনা জানান। কোথাও আবার মহিলারা শাাঁখ বাজিয়ে উলু দিয়ে তাঁকে বরণ করে নেন। এর ফলে বারেবারেই তাঁর গাড়ি থামাতে হয়েছিল। অন্যদিকে এদিন বিকেলে পুরশুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিলীপ যাদবের সমর্থনেও সোঁয়ালুক এলাকায় তিনি এক রোড শো করেন। এখানেও শতাব্দ্দীকে দেখতে মানুষের ঢল নামে। এদিন শতাব্দী রায় বলেন, মানুষের উচ্ছাস বলে দিচ্ছে খানাকুল ও পুরশুড়া দুটি কেন্দ্রতেই তৃণমূল প্রার্থীরা জিতবেন। তাঁদের উচ্ছ্বাস আনন্দে এদিন তা পরিষ্কার হয়ে গেছে। নন্দীগ্রাম নিয়ে তিনি বলেন, মমতা ব্যানার্জি শুধু একটা নাম নয়, মানুষের কাছে একটা আবেগ। তিনি হলেন একটা মুখ, যে মুখটা পশ্চিমবঙ্গের রাজনীতি এবং সাধারণ মানুষের কাছে অত্যন্ত সজাগ। তাই তিনি যে সেখানে জয়লাভ করবেন এ বিষয়ে কোন সন্দেহ নেই। এবারের নির্বাচনে অনেক বেশি সংখ্যক অভিনেতা-অভিনেত্রীদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এটা খুবই ভাল লক্ষণ। অন্য পেশা থেকে রাজনীতিতে এলে তাঁরা যে জগত থেকে এসেছেন,  তাঁরা যেভাবে জীবনটাকে ভাবেন এরমধ্যে সেটাকে যুক্ত করতে পারবেন। এটা খুবই ভাল জিনিস।

Loading