October 6, 2025

চাষিদের বার্তা দিতে গরুর গাড়িতে চেপে অভিনব প্রচার লকেটের।ষ

সোমালিয়া ওয়েব নিউজ: বিজেপির সাংসদ লকেট চ্যাটার্জিকে এবার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে টিকিট দিয়েছে দল। টিকিট পেয়েই এই কেন্দ্রে প্রথম থেকেই প্রচারে নেমে পড়েছেন লকেট । প্রতিদিনের মতো শুক্রবারও প্রচারে বের হয়েছেন হুগলির এই সাংসদ। কিন্তু শুক্রবারের প্রচারটা ছিল একেবারে অন্য রকম। গ্রামে প্রচারে গিয়ে রীতিমত গরুর গাড়ি চেপে অভিনব প্রচার সারলেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী। এদিন চুঁচুড়া বিধানসভার পোলবা থানা এলাকার বিস্তীর্ণ প্রান্তে গরুর গাড়ি চেপে প্রচার করেন তিনি। গ্রাম বাংলার পরিচিত মুখ গরুর গাড়ি। গ্রামের ভিতরে সেই গরুর গাড়িতে চেপে লকেটের প্রচার ছিলো সত্যিই আলাদা চমক।
এদিকে গরুর গাড়িতে এই ভাবে লকেটকে কাছে পেয়ে সাধারণের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Loading