October 5, 2025

সিঙ্গুরে সরষে ছড়ানো রাজ‍্যের সবচেয়ে বড় উন্নয়ন: সূর্যকান্ত মিশ্র

সোমালিয়া ওয়েব নিউজ: ” সিঙ্গুরে সরষে ছড়ানো রাজ‍্যের সবচেয়ে বড় উন্নয়ন ” তৃনমুলের উন্নয়নের প্রচারকে এভাবেই কটাক্ষ করলেন সিপিআইএম এর প্রবীন নেতা সূর্যকান্ত মিশ্র। সূর্যকান্ত মিশ্র সিঙ্গুর এসে সিঙ্গুর বিধানসভার প্রার্থী সৃজন ভট্টাচার্যকে নিয়ে সাংগঠনিক বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখী হয়ে তিনি রাজ‍্যে ও কেন্দ্রের শিল্পনীতি সরব হন। সূর্যকান্ত মিশ্র বলেন, সবচেয়ে বড় উন্নয়ন হয়েছে সিঙ্গুরে সরষে ছড়ানো। এখানে একটা গাড়ি তৈরীর কারখানা ছিল,৯০ শতাংশ হবার পর তাকে ধ্বংস করা হয়েছিল। আমরা যেটা করেছিলাম, সেটা আমরা ই করতে পারবো। তিনি আরো বলেন, তৃনমুল, বিজেপি রাজ‍্য সহ দেশে শিল্পকে ধ্বংস করেছে। স্বাধীনতার পর রেকর্ড বেকারত্ব বেড়েছে। ১৫ কোটি হয়েছিল, আরো ৫ কোটি হয়েছে, সরকারিভাবে বের হতে সময় লাগবে। আমরা বলছি সিঙ্গুরে শিল্প হবে।

Loading