সোমালিয়া সংবাদ, পুরশুড়া: অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীকে দেখার জন্য মাঠের আলপথ পার হয়ে ছুটে এলেন ৯৮ বছরের এক বৃদ্ধা। আর দূর থেকে তাঁকে আসতে দেখে আগিয়ে গিয়ে জড়িয়ে ধরলেন মিমি। শুক্রবার এই ঘটনায় অভিভূত পুরশুড়ার শ্যামপুর গ্রাম পঞ্চায়েতের চিলাডাঙ্গী এলাকার মানুষজন। এদিন পুরশুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিলীপ যাদবের সমর্থনে প্রচারে এসেছিলেন মিমি চক্রবর্তী। হেলিকপ্টারে করে তিনি পুরশুড়া চিলাডাঙ্গী দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন এলাকায় এসে নামেন। তারপর সেখান থেকে গাড়িতে করে প্রার্থী দিলীপ যাদবকে সঙ্গে নিয়ে রোড শো করেন। তীব্র রোদের মধ্যেও বালিপুরের দিকে প্রায় ৫ কিলোমিটার পথে তাঁরা প্রচার চালান। মিমিকে দেখার জন্য রাস্তার দু’দিকে এদিন উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বারেবারেই তাঁকে ফুল ছড়িয়ে অভ্যর্থনা জানান। বিভিন্ন বয়সের মেয়েদের পাশাপাশি ছেলেরাও হাত নেড়ে তাঁকে স্বাগত জানান। মিমিও হাত নেড়ে তাঁদেরকে অভিনন্দন জানান। এরপর তাঁরা পুনরায় ওই হেলিপ্যাডে ফিরে আসেন। আর তখনই পার্শ্ববর্তী হাড়োয়া গ্রামের ৯৮ বছরের বৃদ্ধা শ্বেতবরণ ঘোষ ছুটতে ছুটতে হেলিপ্যাডে পৌঁছান। তাঁকে দূর থেকে দেখতে পান মিমি। এরপর তিনিই আরও কিছুটা এগিয়ে তাঁকে বুকে টেনে নেন। ওই বৃদ্ধা জানান, তাঁরা যাদব গোয়ালা, আর এখানে যিনি প্রার্থী হয়েছেন তিনি দিলীপ যাদব। তাছাড়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি খুব ভালোবাসেন। তাই তিনি এদিন মুখ্যমন্ত্রীর দলের সাংসদের কাছে এসেছেন। এই বয়সেও ওই বৃদ্ধার শক্ত সামর্থ চেহারা দেখে বিস্ময় প্রকাশ করেন মিমি। তিনি বৃদ্ধার কিছু অসুবিধার কথা মন দিয়ে শোনেন। সবকিছু ঠিক হয়ে যাবে বলে তিনি তাঁকে আশ্বাস দেন। এদিন তাঁদের সঙ্গে ছিলেন প্রার্থী দিলীপ যাদব ছাড়াও হুগলি জেলা সভাধিপতি মেহেবুব রহমান ও দলের অন্যান্য নেতাকর্মীরা। এদিন মিমি চক্রবর্তী বলেন, মানুষের ভালোবাসা আমার সঙ্গে আছে। আর তাই যা কিছু আমার কাছে আছে সবই মানুষের জন্য।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক