October 6, 2025

গ্রামীণ বাজার স্বনির্ভর করার উদ্যোগ পঞ্চায়েত সমিতির

সোমালিয়া সংবাদ, আরামবাগ: গ্রামীণ এলাকার স্থানীয় বাজারগুলিকে স্বনির্ভর করে তুলতে উদ্যোগ নিল আরামবাগ পঞ্চায়েত সমিতি। আবেদনের অগ্রাধিকারের ভিত্তিতে ৫০০ জন উপভোক্তার হাতে ফলের গাছ তুলে দেওয়া হল। এই সমস্ত গাছের তালিকায় রয়েছে দোফলা আম, মাল্টা মোসাম্বি, আপেল কুল, উন্নত মানের পেয়ারা, গোলাপি পেঁপে, টিস্যু কালচার ব্যানানা ইত্যাদি। এ বিষয়ে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার জানান, যে সমস্ত উপভোক্তাদের ৫ কাঠা করে জমি আছে তাঁদের প্রত্যেককে একই ধরনের ফলের গাছ ২৫টি করে দেওয়া হল। যাতে তাঁরা নিজেদের প্রয়োজনের অতিরিক্ত ফল স্থানীয় বাজারে বিক্রি করতে পারেন। পাশাপাশি এদিন আরামবাগ ব্লকের প্রতিটি পঞ্চায়েতকে বনসৃজন প্রকল্পের জন্য মেহগনি, শাল, সেগুন ইত্যাদি গাছও দেওয়া হয়। পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ শ্যামল মিশ্র জানান, স্থানীয় বাজারগুলিকে সচল রাখার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি জানান, যদি একটি পরিবারের দুটি গাছের কাগজি লেবুর প্রয়োজন হয় তাহলে তাঁকে দেওয়া বাকি ২৩টি গাছের কাগজি লেবু তিনি স্থানীয় বাজারে বিক্রি করবেন। এরফলে ক্রেতারা খুবই উপকৃত হবেন। এইভাবে এলাকার বাজারকে স্বনির্ভর করে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আরামবাগের আরান্ডী-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রতাপনগরের বাসিন্দা জাকির হোসেন মল্লিক জানান, সরকারি এই প্রকল্পে গাছ পেয়ে খুব ভাল লাগছে এই ফলের গাছ লাগিয়ে তিনি বড় করে তুলবেন।

Loading