সোমালিয়া সংবাদ, খানাকুল: নদীঘেরা খানাকুলে আবার বিপত্তি। বর্ষার পর থেকে বেশ কয়েকটি অস্থায়ী ব্রিজ ভেঙেছে। এবার কংক্রিটের ব্রিজের পিলারে ফাটল দেখা দিল। এই ঘটনায় তীব্র আতঙ্ক এলাকায়। ঘটনাটি খানাকুলের ঠাকুরানিচক ও পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার মধ্যবর্তী দ্বারকেশ্বর নদের ওপর ব্রিজের। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎই শুক্রবার বেলা সাড়ে দশটা নাগাদ বিকট একটা শব্দ হয়। তারপর তাঁরা দেখেন, দুটো পিলারে ফাটল। যদিও ব্রিজটি ভেঙে পড়েনি। এরপরেও অনেকেই জীবনে ঝুঁকি নিয়ে ওই ব্রিজের উপর দিয়ে পারাপার হতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় খানাকুল থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে ওই ব্রিজের দুটি মুখ ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। এই ঘটনায় সমস্যায় পড়েছেন দুই জেলার অসংখ্য মানুষ। কারণ এই ব্রিজ দিয়েই দুই জেলার মানুষজন হাটবাজার, অফিস আদালত, চাষবাস সমস্ত কিছুর জন্য যাতায়াত করতেন। স্থানীয় বাসিন্দা শুভেন্দু পন্ডিত, নিতাই জানা প্রমুখরা জানালেন, এর ফলে দুই জেলার মানুষই ভীষণ অসুবিধার মধ্যে পড়ে গেলেন। প্রশাসন যত তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করেন ততই ভাল। এ ব্যাপারে স্থানীয় ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েত প্রধান রামকৃষ্ণ মাইতি বলেন, হঠাৎই ব্রিজটিতে ফাটল দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি