October 5, 2025

করোনা পরিস্থিতিতে ভোটদান নিয়ে চিন্তা? নিশ্চিন্তে ভোট দিন, পাশে আছে প্রশাসন

সোমালিয়া ওয়েব নিউজ: করোনা আবহ এবং প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে অনেক সাধারণ মানুষ থেকে নতুন ভোটার  চিন্তায় থাকেন ভোটকেন্দ্রে গিয়ে কিভাবে নিজের ভোট নিজে দেবেন। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এ বিষয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই। আরামবাগ এসডিও নৃপেন্দ্র সিং (RO) জানান, নিজের ভোট নিজে দিন। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার আছে প্রতিটি মানুষের। সকাল সাতটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ভোট গ্রহণ পর্ব চলবে। প্রত্যেক ভোটারকে সচিত্র পরিচয় পত্র সাথে রাখতে হবে। সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগে যাতে কোনরকম প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেজন্য কমিশন সদা জাগ্রত। এসডিও  নিজে নতুন ভোটারদের সাথে ভার্চুয়ালি মিট করেছেন।এছাড়াও বিভিন্ন রকম সচেতনতামূলক কর্মশালা করা হয়েছে। এসডিও ও বিডিও অফিস চত্বরের দেওয়ালে ভোটারদের সচেতন করার জন্য বিভিন্ন রকম পটশিল্প ও ইন্ডিয়ান পেইন্টিং ধরনের আকর্ষণীয়  ছবি  আঁকা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে চলছে প্রচার। ভোটার কার্ড পেতে অনেক সময় দেরি হয়। তাই এইবারে কমিশন  ই-এপিক মোবাইল অ্যাপ ডাউনলোডের ব্যবস্থা রেখেছেন। এই ডিজিটাল ভোটার কার্ড দেখিয়েও ভোট দেওয়া যাবে। ভোট দানের ক্ষেত্রে অথবা এলাকায় কোনরকম অশান্তি হলে এলাকার মানুষ cVIGIL (গুগল প্লে স্টোরে সার্চ করলে পাওয়া যাবে)  অ্যাপ এবং  NGRS ওয়েবসাইটে অথবা ১৯৫০ এই টোল ফ্রি ফোন নাম্বারের মাধ্যমে সরাসরি অভিযোগ জানাতে পারেন। আগে থেকেই এই অ্যাপ ডাউনলোড করে রাখতে পারেন। অভিযোগকারী চাইলে নিজের নাম গোপন রাখতে পারেন। অভিযোগ পাওয়ার সাথে সাথে কমিশন ১০০ মিনিটের মধ্যে উপযুক্ত ব্যবস্থা নেবে ওই এলাকায়। প্রতিটি ভোটারকে ভোটকেন্দ্রে যাওয়ার আগে মুখে মাস্ক পরে অবশ্যই যেতে হবে। কেউ ভুলে গেলে কমিশন মাস্কের  ব্যবস্থা রাখছেন।ভোটকেন্দ্রের বাইরে থাকবেন আশাকর্মীরা। তাঁরা ভোটারদের থার্মাল চেকিং করবেন। থার্মাল চেকিং-এ  তাপমাত্রা স্বাভাবিক থাকলেই তবেই ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন ভোটাররা। প্রত্যেককেই ইভিএম মেশিনে স‍্যুইচ প্রেস করে ভোট দিতে হবে। তাই কমিশন থেকে প্রতিটি ভোটারের জন্য আলাদা আলাদা হ্যান্ড গ্লাভসের ব্যবস্থা থাকছে। থাকবে স্যানিটাইজার। একইভাবে ভোট কর্মীদের উভয় হাতে থাকবে গ্লাভস এবং মুখে মাস্ক। যে সমস্ত ভোটারদের শারীরিক তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে তাদের জন্য থাকছে বিশেষ সংরক্ষিত বসার জায়গা।  ভোট শেষ হওয়ার এক ঘণ্টা আগে ওই সমস্ত শারীরিক উচ্চ তাপমাত্রার ভোটারদের বিশেষ ভোট দানের ব্যবস্থা রেখেছে কমিশন। ৮০ বছরের উপর বয়স্কদের এবং যাঁরা করোনাতে আক্রান্ত  তাঁদের বাড়িতে গিয়ে কমিশন  ইতিমধ্যেই  ভোট নেওয়া শুরু করেছে। পরিস্থিতি পর্যালোচনা করে ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে থাকবে তিনটি লাইন। একটি মহিলা ও একটি পুরুষদের লাইন। আরেকটি অতিরিক্ত হিসাবে থাকবে, সেটি হল সিনিয়র সিটিজেন, বিশেষ শারীরিক প্রতিবন্ধী ইত্যাদি ভোটারদের জন্য। ভোটকেন্দ্রের সামনে এবং বাইরে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। কেন্দ্রীয় বাহিনী এব্যাপারে ভোটারদের সাহায্য করবে।তাই নির্ভয়ে ভোট দিন, নিজের ভোট নিজে দিন, কমিশন খুব কঠোর এবং সর্বদা প্রস্তুত যে কোন সমস্যা মোকাবিলার জন্য।

Loading