সোমালিয়া সংবাদ, পুরশুড়া: পুরশুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিলীপ যাদবের হয়ে এবার প্রচারে নামল এলাকার কন্যাশ্রীরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে তাঁকে তৃতীয়বার মুখ্যমন্ত্রীর আসনে দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছে পুরশুড়ার মানুষজন। কারণ প্রায় প্রত্যেক পরিবারই কোন না কোন প্রকল্পের সুবিধা পেয়ে উপকৃত হয়েছে। বেশিরভাগ বাড়িতেই রয়েছে ছাত্রছাত্রীরা। ছাত্রীরা পেয়েছে কন্যাশ্রী-রূপশ্রীর মত সুবিধা। এছাড়া রয়েছে সবুজ সাথীর সাইকেল, বিনা খরচে বইপত্র, পোশাক থেকে শুরু করে নানান সুবিধা। তাই বাড়ির বড়দের পাশাপাশি স্কুল পড়ুয়ারাও এবার আবার দিদিকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চায়। তাই সোমবার এলাকার প্রার্থী দিলীপ যাদবের সমর্থনে তারাও গলা ফাটালো। এদিন দিলীপ যাদব পুরশুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আরামবাগের হরিণখোলা গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে প্রচার চালান। তখনই বাড়ির মহিলা ও পুরুষদের সঙ্গে স্কুল পড়ুয়ারাও বেরিয়ে আসে। তারাও দিলীপবাবুকে সাদর অভ্যর্থনা জানায়। এমনকি জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আবেদন করে। প্রচার চলাকালীনই বেশ কয়েকজন ছাত্রছাত্রী প্রার্থী দিলীপ যাদবের সঙ্গে সেলফি তোলার অনুরোধ জানায়। তাদের সেই আবদার মেটান দিলীপবাবু। এদিন স্থানীয় দক্ষিণ রসুলপুর হাইস্কুলের ছাত্রী আখি চক্রবর্তী, বৃষ্টি মুখার্জিরা বলে, মুখ্যমন্ত্রী আমাদের জন্য যা করেছেন তার কোন তুলনাই নেই। কন্যাশ্রী থেকে সবুজ সাথীর সাইকেল সবই দিয়েছেন। এছাড়া বইপত্র তো রয়েছেই। তাই আমরা তৃণমূল প্রার্থী দিলীপ যাদবকে স্বাগত জানাতে হাজির হয়েছি। এ প্রসঙ্গে পুরশুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিলীপ যাদব বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত ১০ বছরে বিভিন্ন প্রকল্প চালু করে প্রত্যেক মানুষের উন্নয়নের ব্যবস্থা করেছেন। আর তাই এখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে পথে বেরিয়ে তাঁকে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি