October 6, 2025

সুজাতা মন্ডল জিতলে গত ১০ বছরের ১০ গুণ উন্নয়ন হবে আগামী ৫ বছরে: আরামবাগে জানালেন অভিষেক ব্যানার্জি

সোমালিয়া সংবাদ, আরামবাগ: আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের সমর্থনে সাংসদ অভিষেক ব্যানার্জীর রোড শো জনপ্লাবনের চেহারা নিল। শনিবার আরামবাগের পল্লীশ্রী মোড় থেকে গৌরহাটি  মোড় পর্যন্ত প্রায় দু’কিলোমিটার রাস্তার দু’দিকে শুধু মানুষ আর মানুষ। এছাড়াও রাস্তার দু দিকে দোকান, বাড়ি-ঘর থেকে শুধু কৌতুহলী মানুষের ভিড়। কেউ উপর থেকে হাত নেড়ে অভ্যর্থনা জানালেন, কেউ আবার ফুল ছুঁড়ে শুভেচ্ছা জানালেন। এদিনের এই রোড শো ঘিরে সকাল থেকেই ছিল কর্মীদের উন্মাদনা। অভিষেক ব্যানার্জি এসে পৌঁছানোর আগে থেকেই চলছিল ‘খেলা হবে’ গানে নাচ। পাশাপাশি সর্বত্র একটাই আওয়াজ উঠেছিল ‘বাংলা তার নিজের মেয়েকেই চায়’। এদিন রোড শো শেষে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক ব্যানার্জি বলেন, এই মাটি শ্রীশ্রী ঠাকুর পরমহংসদেবের মাটি। এই মাটি আগামী দিনে বশ্যতা স্বীকার করবে না, আত্মসমর্পণ করবে না। দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশের নেতাদের কাছে মাথা নত করবে না। বিজেপি এলে যে কোন কাজ করার আগে দিল্লির নেতারা অনুমোদন দেবে তারপর আপনার এলাকায় একটা টিউবয়েল বসবে, একটা রাস্তা হবে। আপনারা সেই সরকার চান? অভিষেক বলেন, মমতা ব্যানার্জি ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি দিল্লির কাছে মাথা নত করেননি, বশ্যতা স্বীকার করেননি। আর বাংলার দাবি আমরা দিল্লির বুক থেকে ছিনিয়ে আনবই। তিনি  বলেন, মোদীজির নেতৃত্ব ভারতে পঞ্চাশ শতাংশ বেকারত্ব বেড়েছে, আর মমতা ব্যানার্জির নেতৃত্বে এরাজ্যে চল্লিশ শতাংশ বেকারত্ব কমেছে। এটাই হলো বাংলা, এটাই হচ্ছে উন্নয়ন। এদিন তাঁর বক্তব্যে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে অভিষেক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন। বলেন, এরাজ্যে যেসব মানুষ আছেন, যাঁরা বাংলাকে ভালোবাসেন, পশ্চিমবঙ্গ যাঁদের কর্মভূমি, জন্মভূমি, আমরা যখন ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছি আমাদের বলছে বাংলাদেশি, আর ভারতের প্রধানমন্ত্রী তিন দিন আগে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ‘জয় বাংলা’ বলে এসেছেন। তিনি নাকি দেশপ্রেমিক। এই দ্বিচারিতা কতদিন চলবে? বিজেপির সোনার বাংলা গড়া নিয়েও তিনি কটাক্ষ করেন। বিভিন্ন রাজ্যে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সত্বেও কেন সেগুলো সোনার রাজ্য হয়ে ওঠেনি তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এদিন বাংলায় বক্তৃতা দেওয়া  নিয়েও  কেন্দ্রীয় বিজেপি নেতাদের একহাত নেন অভিষেক। তিনি বলেন,  দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে যত বড় বড় নেতা আসছেন তাঁরা কাগজ ছাড়া দু’মিনিট বাংলা বলুক, আর আমি কাগজ ছাড়া একঘন্টা হিন্দি বলব। কুড়ি মিনিট, আধাঘন্টা, একঘন্টা নয়, দু’মিনিট বাংলা বলুক। আর যাদেরকে ভাড়া করে বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে তাদের সভায় লোকজন যা হচ্ছে তার থেকে এখানে জেসিপি দিয়ে মাটি কাটা হলে তা দেখতেও অনেক বেশি লোক জমে যায়। এদিন অভিষেক বলেন, আমি কথা দিয়ে যাচ্ছি আপনারা সুজাতা মন্ডলকে জেতান। গত ১০ বছরে যে উন্নয়ন হয়েছে আগামী পাঁচ বছরে তার দশগুণ উন্নয়ন হবে।

Loading