October 6, 2025

গোঘাটে ‘দেব’ দর্শনে উপচে পড়ল ভিড়, তৃণমূল প্রার্থী মানস মজুমদারের সমর্থনে সভায়

সোমালিয়া সংবাদ, গোঘাট: মেয়েদের সুরক্ষা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দাগলেন অভিনেতা-সাংসদ দেব। শনিবার তিনি গোঘাটের তৃণমূল প্রার্থী মানস মজুমদারের সমর্থনে বদনগঞ্জ হাইস্কুল মাঠে এক জনসভায় অংশগ্রহণ করেন। তিনি বলেন,  ‘মহিলারা সুরক্ষিত নয়’ এ নিয়ে অন্তত এই রাজ্যে এসে কেউ মিথ্যা কথা বলবেন না। এখানে এসে দেখে যান এই সভায় কত মহিলা এসেছেন। যে রাজ্যে একজন ভদ্রমহিলা মুখ্যমন্ত্রী, আপনাদের দলেও অনেক মহিলা প্রার্থী দাঁড়িয়েছেন নির্ভয়ে। কারণ এটা বাংলা। বাংলায় প্রত্যেকটা মেয়ে সুরক্ষিত আছে দিদির আমলে। এটা বাংলার অলংকার। আমাদের রাজ্যে সবাই সুরক্ষিত আছেন। তিনি এদিন উপস্থিত কর্মী-সমর্থকদের বলেন, আপনারা কেউ মিথ্যা প্রচারে, অপপ্রচারে পড়বেন না। ৬ এপ্রিল আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যে দলের নেতাকর্মী- প্রার্থীরা আপনাদের পাশে বারো মাস চব্বিশ ঘন্টা থাকবেন, তাঁকেই ভোট দেবেন। আর আমার চোখের সামনে গত দশ বছরে একমাত্র নেত্রীর নাম মমতা ব্যানার্জি যিনি শুধুই মানুষের পাশে থেকেছেন। তিনি কোনদিন হিন্দু-মুসলিমকে আলাদা করেননি। তিনি কোনদিন বড়লোক গরিবকে আলাদা করেননি। তিনি কোনদিন আদিবাসী ভাইদের আলাদা করেননি। সবাইকে এক চোখে দেখেছেন। সকলের উন্নয়নের জন্য রাতে না ঘুমিয়ে ভেবেছেন।তিনি বলেন, এই রাজ্যের গত দশ বছরে যে উন্নয়ন হয়েছে অন্য কোন রাজ্যে গত ৭০ বছরে কেউ করতে পারেন নি।  দেব বলেন, যত দিন যাচ্ছে তত দলের প্রতি মানুষের উন্মাদনা আরও অনেক বাড়ছে।  তৃণমূল আবার তাই  ক্ষমতায় আসছে এবং তৃতীয় বারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হচ্ছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, এটা খুবই দুঃখের যে আজকে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। কিন্তু ইতিহাস বলছে বাংলায় কোনদিন ধর্ম নিয়ে রাজনীতি হয়নি। প্রত্যেকটা ধর্মের মানুষ শান্তিতে থেকেছেন। এটা আমাদের ঐতিহ্য। এটা আমাদের অহংকার। বাংলা একমাত্র রাজ্য যেখানে কোন সাম্প্রদায়িকতার স্থান নেই। তিনি বলেন, আপনারা যাকে ইচ্ছা ভোট দিন। কিন্তু যারা ধর্ম নিয়ে সাম্প্রদায়িক রাজনীতি করছে তাদেরকে ভোট দিয়ে তাদের হাত শক্ত করবেন না। তাহলে আমাদের রাজ্য আরও দুশো বছর পিছিয়ে চলে যাবে। কারণ ইংরেজরা এই ধর্মের রাজনীতি করেই দুশো  বছরের বেশি রাজত্ব করেছিল। তখন কোনও উন্নয়ন হবে না বিকাশ হবে না। বিজেপি বলেছিল, ওরা দেশের ক্ষমতায় এলে সোনার চিড়িয়া করবে দেশকে। কিন্তু সাত বছর কেটে গেছে, দেশের অর্থনৈতিক অবস্থার গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ। তারা আবার বলছে বাংলাকে সোনার বাংলা করবে। তিনি বিজেপির উদ্দেশ্যে বলেন, আগে দেশটাকে ঠিক করুন। আজকে দেশের অবস্থা সবচেয়ে বেশি খারাপ।  দেশ সামলাতে পারছে না, বাংলায় এসে বলছে বাংলাকে সামলাবে। আগে দেশটাকে বাঁচান। সমস্ত জিনিস বিক্রি হয়ে যাচ্ছে। সমস্ত সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে। ওরা বাংলায় যদি আসে বাংলাকেও বিক্রি করতে ওদের সময় লাগবে না এটা আমাদের বিশ্বাস। দেব বলেন, আমি রাজনীতির লোক নই। আমি আপনাদেরকে রাজনীতি শেখাতে আসিনি। তবে আমার যেটা মনে হয়েছে সে ব্যাপারে আমি আপনাদেরকে সতর্ক করে দিতে এসেছি।  এদিন দেবের সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। মহিলাদের উপস্থিতিও ছিল নজরকাড়া। চড়া রোদ উপেক্ষা করেও বহু মানুষ এদিনের সভায় উপস্থিত হয়েছিলেন। এছাড়া হেলিপ্যাডেও দেবকে দেখার জন্য অসংখ্য মানুষ জড়ো হয়েছিলেন। তাঁদেরকে সামলাতে নিরাপত্তারক্ষীদের হিমশিম খেতে হয়।

Loading