সোমালিয়া সংবাদ, খানাকুল: তৃণমূল প্রার্থীদের পাশে দাঁড়ালো বিভিন্ন ব্রাহ্মণ সংগঠন। এমনকি খানাকুল ও পুরশুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের সমর্থনে তাঁরা যজ্ঞ করলেন, বাড়ি বাড়ি প্রচার নামলেন। খানাকুলের তৃণমূল প্রার্থী মুন্সি নজবুল করিম। তিনি যাতে এবারের নির্বাচনে খানাকুল কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হন সেজন্য সপ্তসতী যজ্ঞ করল ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট। এই উপলক্ষে প্রায় ১০০ ব্রাহ্মণ উপস্থিত ছিলেন। এই ট্রাস্টের সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্তী বলেন, খানাকুলের ভূমিপুত্র মুন্সি নজবুল করিম এই সংগঠনের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি এবার খানাকুল থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের জন্য সারা বছর কাজ করে যান। করোনার সময় তিনি ব্রাহ্মণ পরিবারগুলির পাশে দাঁড়িয়েছিলেন। তাদের হাতে খাদ্যদ্রব্য এবং আর্থিক সাহায্য তুলে দিয়েছিলেন। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুরোহিতের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। তাই আমরা তৃণমূল সরকারের কাছে কৃতজ্ঞ। সেজন্যই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতিনিধি মুন্সি নজবুল করিম যাতে নির্বাচনে জয়লাভ করেন তাই আমরা যজ্ঞ করছি। পাশাপাশি সাধারণ মানুষকেও জোড়া ফুল প্রতীকে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রী করার আহবান জানাচ্ছি। অন্যদিকে বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠন পুরশুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিলীপ যাদবের সমর্থনে পুরো বিধানসভা এলাকা জুড়ে মাইকিং করে প্রচার করল। পাশাপাশি সংগঠনের ব্রাহ্মণ সদস্যরা বাড়ি বাড়ি গিয়েও দিলীপ যাদবের সমর্থনে ভোট প্রার্থনা করলেন। এ ব্যাপারে সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক সুমন ব্যানার্জি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে তৃণমূল সরকার ব্রাহ্মণদের কথা ভাবছেন সেজন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। তাই আমরা চাই তৃণমূল প্রার্থীরা আবার জয়ী হোক এবং ব্রাহ্মণ ঘরের কন্যা মমতা ব্যানার্জি আবার ক্ষমতায় আসুন
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি