সোমালিয়া ওয়েব নিউজঃ ২০২১ সালের ৪ এপ্রিল ছিল রবিবার। দুদিন আগেই পালিত হয়েছে গুড ফ্রাইডে, তাই সেদিন হিসেবমতো ইস্টার সানডে। কৃষ্ণনগর জেলা পুলিশের কোতোয়ালি থানায় দায়ের হয় মারাত্মক অভিযোগ। যার সারমর্ম – স্থানীয় এক মহিলাকে তাঁরই বন্ধুর নাম করে ভুলিয়ে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় এক যুবক, যেখানে সে এবং আরও চারজন মিলে নির্মমভাবে ধর্ষণ করে তাঁকে। তাদের হাত থেকে কোনওক্রমে ছাড়া পেলেও সামাজিক সম্মানহানি, লোকলজ্জার ভয় কাটিয়ে উঠতে পারেননি নির্যাতিতা। বাড়ি ফিরে কাউকে কিছু না বলে নিজের গায়ে আগুন দেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
পিন্টু বিশ্বাস, বাবাই বিশ্বাস, রোমিও মন্ডল, রনি বৈরাগী ওরফে বিশ্বজিৎ এবং অভিজিৎ মন্ডল-এর নামে অভিযোগ দায়ের হয় মৃতার পরিবারের তরফে, গ্রেফতার হয় সকলেই। মামলার তদন্ত শুরু করেন সাব-ইনস্পেকটর নীলরতন ঘোষ, দ্রুত তদন্ত সম্পন্ন করে ২০২১ সালের জুন মাসে চার্জশিট দাখিল করেন।
সম্প্রতি প্রকাশিত মামলার রায়ে পাঁচ অভিযুক্তকে গণধর্ষনের দায়ে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং মাথাপিছু ২০ হাজার টাকা জরিমানার শাস্তি প্রদান করেছেন কৃষ্ণনগরের বিশেষ আদালত।
মৃতার পরিবারের যদি এতে কিছুমাত্র সান্ত্বনা হয়, তাই আমাদের প্রাপ্তি। …Krishnanagar Police District
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক