সোমালিয়া সংবাদ, আরামবাগ: বারবার সচেতন করেও কাজ না হওয়ায় এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল আরামবাগ পুর প্রশাসন। শনিবার আরামবাগ শহরে মাইকিং করে জানিয়ে দেওয়া হল কোভিড বিধি অমান্য করলে হাজতবাস এবং জরিমানার মুখে পড়তে হতে পারে। এদিন আরামবাগ পুরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ঘোষণা করা হয়, রাজ্য পুর আইন এবং স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবের নির্দেশ অনুযায়ী সকল নাগরিককে কোভিড বিধি মেনে চলার নির্দেশ জারি করা হল। রাস্তায়, হাটে, বাজারে যেকোন জনবহুল স্থানে প্রত্যেক নাগরিককে অতি অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। দূরত্ব বজায় রেখে চলতে হবে। এছাড়াও কোভিড সংক্রান্ত অন্যান্য সমস্ত নিয়ম মেনে চলতে হবে। কেউ এই নির্দেশ মেনে না চললে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ১ হাজার টাকা জরিমানা অথবা ৬ মাসের জেল পর্যন্ত হতে পারে। প্রয়োজনে উভয় শাস্তিই হতে পারে। উল্লেখ্য, শুধু এদিন এই ঘোষণায় নয়, গত কয়েকদিন ধরেই আরামবাগ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাস্ক না পরা ব্যক্তিদের বিরুদ্ধে কড়া অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যেই ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাস্ক না পরলে বাস, টোটো, অটো ইত্যাদি যানবাহনে যাত্রী তোলা নিষিদ্ধ করা হয়েছে। তা সত্ত্বেও যাত্রী পরিবহন করলে চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে আরামবাগ ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে , সোমবার থেকে সন্ধে সাতটার পর দোকান খোলা রাখা যাবে না। দোকান খোলার সময় সকাল সাড়ে আটটা। এছাড়াও ক্রেতা-বিক্রেতা উভয়ের মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানিয়ে দেওয়া হয়েছে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক