সোমালিয়া সংবাদ, গোঘাট: তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় চারজন আহত হয়েছেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে পুলিশ খগেন বাগ নামে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে গোঘাটের দড়ি নকুণ্ডা গ্রামে। স্থানীয় তৃণমূল নেতা শেখ মন্তাজুল ইসলাম জানান, তাঁদের গ্রামে একটি মেলা চলছিল। সেখানে তৃণমূল কর্মী বাবলু বাগ গিয়েছিলেন। তখন বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী তাঁকে গালিগালাজ করে। বাবলু তার প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়। তখন তাঁকে বাঁচাতে যান তাঁর বৌমা রিনা বাগ, ভাইঝি স্বপ্না বাগ এবং বন্ধু জয়দেব খাঁ। তখন তাঁদেরকেও মারধর করা হয়। এমনকী তরোয়াল ও ছুরি নিয়েও আক্রমণ করা হয় বলে অভিযোগ। কিন্তু অল্পের জন্য তাঁরা প্রাণে বেঁচে যান। যদিও এই ঘটনায় বাবলু এবং জয়দেব দু’জনেই গুরুতর জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় গোঘাট থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের গোঘাট-১ নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এ প্রসঙ্গে উল্লেখ্য, এই বাবলুর ভাই তৃণমূল কর্মী লালচাঁদ বাগ ২০১৯ সালের ২৪ জুলাই খুন হন। ওই ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে গোঘাট থানায় সেই অভিযোগ দায়ের করেছিলেন বাবলু। যদিও দলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন গোঘাটের বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক। তিনি বলেন, মারধরের ঘটনার কথা জানা নেই। ওরা মিথ্যা কথা বলছে
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি